অ্যান্টি-রানওয়ে ক্রুজ মিসাইল ”অ্যাপাচি”
অ্যান্টি-রানওয়ে ক্রুজ মিসাইল ”অ্যাপাচি” |
প্রথম দেখে অনেকেই এটিকে স্টর্মশ্যাডো ক্রুজ মিসাইল ভাবতে পারেন কিন্তু আসলে এই মিসাইলটির নাম হচ্ছে অ্যাপাচি। স্টর্মশ্যাডো মিসাইল যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালির যৌথ উদ্যোগে তৈরী হলেও এই অ্যাপাচি মিসাইলগুলো শুধুমাত্র ফ্রান্সের তৈরী। এদের মূলত স্টর্মশ্যাডোর উপর ভিত্তি করে তৈরী করা হলেও এদের কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই অ্যাপাচি হচ্ছে অ্যান্টি-রানওয়ে ক্রুজ মিসাইল অর্থাৎ এর কাজ হচ্ছে শত্রুর রানওয়ে ধ্বংস করা। ক্রুজ মিসাইলে সাধারণত একটা ওয়রহেড থাকলেও এই অ্যাপাচিগুলোতে ১০টি ওয়রহেড থাকে ফলে এটি অনেক বেশি জায়গাজুড়ে ধ্বংস করতে সক্ষম।
এটি আকার আকৃতিতে স্টর্মশ্যাডোর সমান কিন্তু বেশি ওয়রহেড বহনের ফলে এর অপারেশনাল রেঞ্জ স্টর্মশ্যাডোর প্রায় অর্ধেক, ১৫০ কিলোমিটার। যদিও তা এই মিসাইলের জন্য যথেষ্ট। এধরণের মিসাইল তৈরীর মূল উদ্দেশ্য হচ্ছে শত্রুর রানওয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া ফলে শত্রুর যদি শক্তিশালী বিমানবহর থাকে তাহলেও যুদ্ধের সময় সে তা ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এধরণের কয়েকটি মিসাইল যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম.....