অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর হাতে এলো Type 056 Class বা "স্বাধীনতা ক্লাস স্টেলথ করভেট" ওয়ারশিপ এর দুটি জাহাজ BNS Sadhinota & BNS Prottoy .
Type 056 Class |
অবশেষে গতকাল বাংলাদেশ নৌবাহিনীর হাতে আনুষ্ঠানিক ভাবে Type 056 Class বা "স্বাধীনতা ক্লাস স্টেলথ করভেট" ওয়ারশিপ এর দুটি জাহাজ BNS Sadhinota & BNS Prottoy কে হস্তান্তর করে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশ চীনের কাছে এই ক্লাস এর মোট ৪ টি জাহাজ অর্ডার করে, ২ টি পাওয়া গেলো এবং বাকি ২ টি ২০১৭ সালে পাওয়া যাবে এবং একই সাথে বাংলাদেশ এই স্টিলথ করভেট এর ToT- Transfer Of Technology ও পাচ্ছে তাই ভবিষ্যতে দেশেই এই জাহাজ নির্মান করা সম্ভব হবে।
.
টাইপ ০৫৬ স্বাধীনতা ক্লাস স্টেলথ করভেট সম্পর্কিত বিস্তারিত পোষ্ট - http://modernarmsview.blogspot.com/2015/12/type-056.html