"রাশিয়া তাদের সবচাইতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ সিরিয়ায় মোতায়েন করেছে" .




রাশিয়ান আর্মড-ফোর্স নিশ্চিত করেছে যে
"রাশিয়া তাদের সবচাইতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ সিরিয়ায় মোতায়েন করেছে"
.
গতকাল বৃহস্পতিবার এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সিরিয়া পৌঁছায় এবং গতকালই এস-৪০০ কে কম্ব্যাট মোডে হামায়মিম এয়ারবেসে মোতায়েন করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ান মুখপাত্র মেজত জেনারেল ইগর কোনাশেনকভ। এই এয়ারবেস সিরিয়ার বন্দরনগরী লাটাকিয়াতে অবস্থিত। মজার ব্যাপার হলো যে এই এয়ারবেস তুরস্ক সীমান্ত
থেকে মাত্র ৫০ কিঃমিঃ দূরে অবস্থিত যেখানে এস-৪০০ ট্রায়াম্ফ এর রেঞ্জ ৪০০ কিঃমিঃ আর এটাতো সবাই
জানেন যে এস-৪০০ হচ্ছে বর্তমানে সার্ভিসে থাকা বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম যার কাছে এফ-২২ এর মতো কোন স্টিলথ বিমানও আর স্টিলথ
থাকেনা এবং এই এয়ার ডিফেন্স ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল উভয়কেই প্রতিরোধ করতে সক্ষম।





 
রাশিয়ার  সবচাইতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ



এদিকে রাশিয়ান প্রধানমন্ত্রী তার মন্ত্রী
পরিষদ কে নিয়ে মিটিং করেছেন যেখানে তিনি ২ দিনের ভেতর তুরস্কের উপড়ে কি কি অবরোধ দেয়া যায় তার একটা লিস্ট চেয়েছেন। সেই সভায় রাশিয়ান অর্থমন্ত্রী পরামর্শ দেন যে "তুরস্কের সাথে যে গ্যাস
পাইপলাইন নির্মান হচ্ছে তা বন্ধ করে দিতে", "তুরস্কের কাছে সমস্ত সামরিক সরঞ্জামাদি বিক্রয় বন্ধ","তুরস্কের জন্য বরাদ্য ফ্রি ইকোনোমিক জোন বন্ধ",
"তুরস্কের পর্যটন সহ নানান খাতে অর্থনৈতিক সহযোগীতা বন্ধ করে দেয়া সহ আরো অনেক বিষয়"।
রাশিয়ার  সবচাইতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ

এদিকে তুরস্কে এস-৪০০ মোতায়েন করায় পেন্টাগন কে দারুন ভাবে ভাবিয়ে তুলেছে। তারা আশংকা করছে যে এস-৪০০ মোতায়েন এর ফলে সিরিয়ায় ইউ.এস. এবং এর মিত্রদের বিমান হামলা হুমকির মুখে পড়বে এবং আমেরিকান বিমানগুলোর জন্য এই এয়ার ডিফেন্স এক হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
.


Powered by Blogger.