ইজরায়েলী এয়ারফোর্সের একটি এফ-১৬এ ব্লক ১০ মাল্টিরোল ফাইটার।

ইজরায়েলী এয়ারফোর্সের একটি এফ-১৬এ ব্লক ১০ মাল্টিরোল ফাইটার।          

এই বিমানটি ৪৫০০এরও বেশি সংখ্যক তৈরীকরা এফ-১৬ এর থেকে বেশি সফল কমব্যাট কিল সম্পন্ন করেছে। এটি ১৯৮২ সালের প্রথম লেবানন যুদ্ধের সময় সিরিয়ার ৪টি মিগ-২৩ ও ২টি সুখোই সু-২২ ও একটি গ্যাজেল হেলিকপ্টার শুট ডাউন করে যা যে কোন এফ-১৬ এর ক্ষেত্রে সর্বোচ্চ কমব্যাট কিল রেকর্ড। এছাড়াও ইজরায়েলের ইরাকি নিউক্লিয়ার পাওয়ারপ্লান্টে করা আক্রমণেও এটি মূখ্য ভূমিকা পালন করে। সম্প্রতি এটিকে অবসরে পাঠানো হয়েছে এবং বর্তমানে ইজরায়েলি এয়ারফোর্স মিউজিয়ামে সাধারণ জনগণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে.....
Powered by Blogger.