Graney class রাশিয়ার পারমাণুবাহী নতুন আক্রমনাত্বক সাবমেরিন।

Graney class রাশিয়ার পারমাণুবাহী নতুন আক্রমনাত্বক সাবমেরিন।

Graney class রাশিয়ার
পারমাণুবাহী নতুন আক্রমনাত্বক সাবমেরিন। এ প্রজাতির
সাবমেরিনকে Akula class
এর নতুন ভার্সন বলা হয় । ১৯৯৩ সালে এধরনের সাবমেরিন নামানো হলেও কিছু ক্রুটি খুজেঁ পাওয়া যায় এবং ১৯৯৬ সালে এ প্রজেক্ট বাতিল করা হয় কিন্তু ২০০৩ সালে পূর্ণরায় এর কাজ শুরু হয় এবং ২০১৩ সালে রাশিয়ার নৌ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়
যা ২০১৪ সালে কমিশন দেওয়া হয় । এই সাবমেরিনগুলোকে Project 885 এর আওতায় তৈরী করা হচ্ছে।এটি পৃথিবীর সার্বাধুনিক স্টিলেথ সাবমেরিন। এক কথায় বলতে পারেন জলের F-22 Reptor। বর্তমানে ৪টি এধরনের সাবমেরিন রাশিয়ার
নৌবাহিনীতে যোগ আছে এবং আরো ১০টি তৈরী করার পরিকল্পনা আছে তার মধ্যে ৭টি তৈরী করার কাজ শুরু হয়ে গেছে। এধরনের সাবমেরিন Akula class সাবমেরিন থেকে আয়তনে বড়।
এধরনের সাবমেরিন টানা ৩০ বছর সার্ভিস দিতে পারে। এবং খাবারের মজুদের ওপর নির্ভর করে কত দিন পানির নিচে থাকা যাবে।এতে ৩২ জন অফিসার সহ মোট ৯০ জন ক্রু থাকার ব্যাবস্তা রয়েছে। বিশ্বের ভিতর হাতে গোনা মাত্র কয়েকটি সাবমেরিন পানির ৬০০ মি. গভীরে শত্রুর জন্য অপেক্ষা করে যার ভিতরে একটি হচ্ছে গ্রনিই ক্লাস। এইসব সাবমেরিন গুলোতে নতুন ও উন্নত সোনার লাগানো হয়েছে যা পূর্বের সোনারের থেকে কম শব্দ উৎপন্ন করে এবং একসাথে সাবমেরিন, জাহাজ, টর্পেডো মাইন এমন কি উপরের হুমকি পর্যন্ত সনাক্ত করতে সক্ষম।
এই সাবমেরিনগুলোর ওয়াটার ডিসপ্লেসমেন্ট সাবমার্জড অবস্থায় প্রায় ১৩৮০০টন এবং সার্ফেসড অবস্থায় প্রায় ৮৬০০টন। এগুলোর দৈর্ঘ্য প্রায় ১৩৯মিটার, বিম প্রায় ১৫ মিটার এবং
ড্রাফট প্রায় ৬০০ মিটার। এতে শক্তির উৎস হিসাবে রয়েছে

১টি কেটিএম প্রেজোরাইট ওয়াটার রিআ্যাক্টার।
যা একে সাবমার্জড অবস্থায় ৬৫ কিলোমিটার আর সার্ফেসড অবস্থায় ৩৭ কিলোমিটার এবং পুরাপুরি স্টিলেথ অবস্থায় ৫২ কিলোমিটার প্রতিঘন্টার স্পিডে চালাতে সক্ষম। এর অপারেশনাল ডেপথ ৬০০মিটারের কাছাকাছি কিন্তু এটি প্রায় ৬৫০মিটার পর্যন্ত গভীরতায় যেতে সক্ষম। এর আছে ২৪টি ভারটিকেল টর্পেডো টিউব যেখান হতে ক্রুস ক্ষেপণাস্ত্র
(SS-N-26) নিক্ষেপ করা যায়।যার রেঞ্জ ৩০০ কি.মি।
৮টি ভিএলএস
এছাড়া মাইন,জাহাজ,সাবমেরিন বিধ্বংসী ৪০টি টর্পেডো বহন করতে পারে।
অথবা ৩১ টি P-800 অনিক মিসাইল
KH 101 ক্রুজ মিসাইল
১০ টি ৬৫০ MM টর্পেডো
Powered by Blogger.