সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল

সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল


বর্তমানের সুপারপাওয়াদের নিউক্লিয়ার অস্ত্র ডেলিভারি সিস্টেমের মধ্যে অন্যতম হচ্ছে সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল। এটিকে নিউক্লিয়ার ওয়পন ডেলিভারি সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে আদর্শ ধরা হয় এবং বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাজ্য ও ফ্রান্স বর্তমানে তাদের নিউক্লিয়ার অস্ত্রের একমাত্র ডেলিভারি সিস্টেম হিসেবে এই সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইলকে বেছে নিয়েছে। বর্তমানে পরাশক্তিগুলোর সবাই এই সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল ব্যবহার করলেও তারা কেউই কিন্তু এই সিস্টেমটি আবিষ্কার করেনি। আধুনিক পৃথিবীর বেশির ভাগ অস্ত্রের মতো এই জিনিসটিও ছিল জার্মানদের আবিষ্কৃত। যেখানে আমেরিকানরা তাদের প্রথম সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল তৈরী ও পরীক্ষা করেছিল ১৯৬০ সালে ও সোভিয়েতরা ১৯৫৯ সালে সেখানে ১৯৪৪ এর শেষের দিকে জার্মানরা তাদের পরীক্ষা শেষে ভি-২ ব্যালেস্টিক মিসাইলের সাবমেরিম লঞ্চড ভার্সন সার্ভিসে যুক্ত করেছিল। এদের মূলত তৈরী করা হয়েছিল আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের মেইন ল্যান্ডে হামলা করার জন্য। কিন্তু যুদ্ধে মিত্র বাহিনীর কাছে ক্রমাগত মার খাওয়ার ফলে ও মিত্র বাহিনী বিভিন্ন অঞ্চল দখল করে নেয়ায় জার্মানদের সাপ্লাই লাইন নষ্ট হয়ে যায় ফলে প্রয়োজনীয় উপকরণের অভাবে এধরণের মাত্র ৩ টি সাবমেরিন কমপ্লিট করা হয়েছিল যাদের মধ্যে মাত্র একটিকে অপারেশনে পাঠানো হয়েছিল। যদিও মাঝপথে অপারেশন টিয়ারড্রপের সময় অ্যালাইড বম্বিংএর ফলে সেটি ডুবে যায়। কিন্তু বাকি দুইটির ভাগ্য কি হয়েছিল তা জানা যায়নি। হয়তো বা অন্যান্য জার্মান মাষ্টারপিসের মতো এগুলোও মিত্র বাহিনী ভাগকরে নিয়েছিল এবং এগুলোর ওপর গবেষণা চালিয়ে নিজেদের সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল তৈরী করেছিল.....
Powered by Blogger.