রাজকীয় ওমানি নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক যুদ্ধজাহাজ খারিফ ক্লাস করভেট।
খারিফ ক্লাস করভেট |
রাজকীয় ওমানি নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী ও আধুনিক যুদ্ধজাহাজ হচ্ছে খারিফ ক্লাস করভেট। এই করভেটগুলোর নির্মাতা হচ্ছে ব্রিটিশ বি.এ.ই সিস্টেমস্ মেরিটাইম নেভাল শিপইয়ার্ড। এই জাহাজগুলোকে করভেটের কাতারে ধরা হলেও কার্যক্ষমতার দিকথেকে এরা মূলত লাইট ফ্রিগেটের সমতুল্য। এই কর্ভেটগুলো ৯৯ মিটার লম্বা, ১৪.৬ মিটার বিম ও ৪.১ মিটার ড্রাফট বিশিষ্ট। এদের পরিচালনা করতে প্রায় ১০০জন নাবিকের প্রয়োজন হয় এবং এই ১০০ জন নাবিক নিয়ে এই করভেটগুলো একটানা প্রায় ২০ দিন সাগরে থাকতে সক্ষম। এই কর্ভেটগুলোর মূল অস্ত্র হচ্ছে ৮টি এক্সোসেট ব্লক ৩ অ্যান্টি শিপ মিসাইল ও একটি ৭৬ মি.মি. অটো মেলারা নেভাল গান। এছাড়াও এয়ার ডিফেন্সের জন্য এতে ১২টি ভার্টিকাল লঞ্চ এম.আই.সি.এ. সার্ফেস টু এয়ার মিসাইল রয়েছে। তবে অ্যান্টি সাবমেরিন অপারেশনের জন্য এতে কোন টর্পেডো নেই। বর্তমানে এধরণের তিনটি জাহাজ সালতানাত অফ ওমানের সমুদ্রসীমা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে.....