ইরানিয়ান গ্রুম্যান এফ-১৪ টমক্যাট এয়ার সুপিরিওরিটি ফাইটার এয়ারক্রাফট।

ইরানিয়ান গ্রুম্যান এফ-১৪ টমক্যাট এয়ার সুপিরিওরিটি ফাইটার এয়ারক্রাফট।

ইরানিয়ান এয়ারফোর্সের একটি গ্রুম্যান এফ-১৪ টমক্যাট এয়ার সুপিরিওরিটি ফাইটার এয়ারক্রাফট। সত্তরের দশকে ইরান যখন আমেরিকার অত্যন্ত ঘনিষ্ট মিত্র ছিল তখন স্বভাবতই সোভিয়েতদের সাথে তাদের সম্পর্ক খারাপ ছিল। আর তখন সোভিয়েতদের সাথে তাদের বর্ডার থাকায় মাঝে মাঝেই সোভিয়েত ফাইটার বিনা অনুমতিতে তাদের আকাশ সীমায় প্রবেশ করত কিন্তু উন্নত সোভিয়েত ফাইটাটের মোকাবিলা করার মত কোন ফাইটার ইরানিদের না থাকায় তাদের বসে বসে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। ফলে তৎকালীন শাহ্ মিত্র আমেরিকার কাছে সাহায্য চাইলে তৎকালীন ইউ.এস. প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে এফ-১৪ কিংবা এফ-১৫ এয়ার সুপিরিওরিটি ফাইটারের যেকোন একটা ক্রয় করতে বলে। শাহ্কে এফ-১৪ ও এফ-১৫ দেখানো হলে তিনি এফ-১৪ কে পছন্দ করেন। যদিও এফ-১৫, এফ-১৪ এর চেয়ে ভালো ছিল কিন্তু শাহ্ এফ-১৪ ক্রয় করার সিদ্ধান্ত নেন। ইসলামি রেভল্যুশনের আগে ইরান প্রায় ৭৯ টি এফ-১৪ টমক্যাটের ডেলিভারি গ্রহন করে কিন্তু বিভিন্ন যন্ত্রাংশের অভাবে বর্তমানে মাত্র ৪০টি মতো বিমান অপারেশনাল রয়েছে.....
Powered by Blogger.