জে-১০ (J-10 Firebird)
জে-১০ (J-10 Firebird) |
জে-১০ চীন নির্মিত একটি ডেল্টা উইং, সিঙ্গেল এঞ্জিন, অলওয়েদার, এয়ারক্রাফট । যার ন্যাটো নেম ফায়ারবার্ড।
আশির দশকের শেষের দিকে যখন রাশিয়া তাদের মিগ২৯, সু৩০ এবং আমেরিকা এফ১৫, এফ১৬ দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় তখন চীন নিজস্ব একটি ফোর্থ জেনারেশন এয়ারক্রাফট তৈরির প্রয়োজন অনুভব করে । যেটির দায়িত্ব দেয়া হয় চেঙদু এরোন্যটিক্যাল কম্পানিকে । যার ফলে সৃষ্টি হয় জে-১০ মাল্টিরোল যুদ্ধবিমানটির । এর ১১টি হার্ডপয়েন্টে বিভিন্ন ধরনের এয়ার-এয়ার, এন্টি-শিপ, এন্টি-রেডিয়েশান, এয়ার-গ্রাউন্ড, ক্রুইজ মিসাইল লেজার গাইডেড বম্ব, রকেট পড অথবা ড্রপট্যাংক ইত্যাদি বহন করতে পারে । এর অস্ত্রবহন ক্ষমতা প্রায় ৭০০০ কেজি ।
বর্তমানে শুধু চায়নিজ এয়ারফোর্সে ২৪০+ এবং নেভীতে ২৪+ জে ১০ সার্ভিসে আছে। পাকিস্তান বিমান বাহীনিতে শীঘ্রই কিছু জে-১০ যুক্ত হতে যাচ্ছে। এছাড়াও ইরানও এই বিমানে বেশ আগ্রহী বলে জানিয়েছে। আবার বাংলাদেশ বিমানবাহীনিও এ বিমান ক্রয়ে আগ্রহী অথবা ভবিষ্যতে যুক্ত হবার সম্ভাবনা রয়েছে ।