Barrett M-99 "Big Shot" লং রেঞ্জ স্নাইপার রাইফেল।।

 Barrett M-99 "Big Shot"


arrett M-99 "Big Shot" হলো একটি লং রেঞ্জ স্নাইপার রাইফেল যা নির্মান করেছে USA এর বিক্ষাতো ক্ষুদ্রস্ত্র নির্মান কম্পানি "Barrett Firearms Company"। এটি নির্মান করা হয় কম্পানির অন্যান্ন অস্ত্র থকে যাতে কম দাম হয় স্নাইপার রাইফেল এর ভেতর সেটি মাথায় রেখে যা ১৯৯৯ সালে বাস্তবায়িত হয়। এটি একটি Bullpup Single Shot স্নাইপার রাইফেল অর্থাৎ এটির প্রতিটি শট নিতে রাইফেলের গ্রিপ বা বোল্ট টেনে বুলেট লোড করে তারপর শট নিতে হয় মানে এর কনো ম্যাগজিন নেই.............. আর এটিই এই স্নাইপার রাইফেল এর একমাত্র দূর্বল দিক।
.
★★ Barrett M-99 এন্টি ম্যাটেরিয়াল স্নাইপার গুলো ব্যারেল ভেদে ১০-১১ kg ওজন এবং ১২০-৩০ cm দৈর্ঘ্যে হয়। সাধারণত এই স্নাইপার গুলো 12.7x99 mm
এর কার্টিজ ব্যবহার করে এবং এর রেঞ্জ ২,৬০০ মিটার।
.
বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার স্পেশাল ফোর্স "ব্ল্যাক ঈগল" এই লং রেঞ্জ স্নাইপার রাইফেলটি ব্যাবহার করে।
Powered by Blogger.