ড্যাসাল্ট মিরেজ-৫ সত্তরের দশকে ফরাসী বিমান প্রস্তুত কারক সংস্থা ড্যাসাল্টের তৈরী সুপারসনিক অ্যাটাক এয়ারক্রাফট।

ড্যাসাল্ট মিরেজ-৫





ড্যাসাল্ট মিরেজ-৫ হচ্ছে সত্তরের দশকে ফরাসী বিমান প্রস্তুত কারক সংস্থা ড্যাসাল্টের তৈরী একটি সুপারসনিক অ্যাটাক এয়ারক্রাফট। এই বিমানটি আসলে ড্যাসাল্ট মিরেজ-৩ এর একটি উন্নত ভার্সন এবং এদের মূলত তৈরী করা হয়েছিল ইজরায়েলী এয়ারফোর্সের অনুরোধে। ১৯৬৮ সালের আগে ইজরায়েলী এয়ারফোর্সের অন্যতম প্রধান ফাইটার ছিল ফরাসী মিরেজ-৩। মিরেজ-৩ গুলো অত্যন্ত ভালো ফাইটার হলেও ইজরায়েলীদের প্রয়োজন অনুযায়ী এগুলোর পে-লোড ও রেঞ্জ কম ছিল। ফলে ইজরায়েল ড্যাসাল্টকে অনুরোধ করে যাতে তারা ইজরায়েলের জন্য মিরেজ-৩ এর একটি লংরেঞ্জ ও বেশি পে-লোড নিতে সক্ষম একটি ভার্সন তৈরী করে। যার ফলশ্রুতি এই মিরেজ-৫ তৈরী করা হয়। মিরেজ-৫ ও মিরেজ-৩ বাহ্যিক দিক থেকে প্রায় অভিন্ন এবং এদের কন্ট্রোল সিস্টেমও একই। কিন্তু মিরেজ-৫ এ মিরেজ-৩ এর তুলনায় কম এভিওনিক্স রয়েছে। ভৌগলিক ভাবে ইজরায়েল এবং তার শত্রুরা এমন এক অঞ্চলে অবস্থিত যেখানকার আকাশ প্রায় সবসময় পরিষ্কার থাকে। তাই ড্যাসাল্ট মিরেজ-৩ এ প্রতিকূল পরিবেশের জন্য লাগানো অতিরিক্ত এভিওনিক্সের বদলে সেখানে ফুয়েল ট্যাংক লাগিয়ে দেয় এবং বেশি অস্ত্র বহনের জন্য আরও দুটি হার্ড পয়েন্ট যুক্ত করে। তবে এই বিমানের ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদের বিশেষ ভাবে ইজরায়েলের জন্য তৈরী করা হলেও এরা কখনই অফিশিয়ালি ইজরায়েলী এয়ার ফোর্সে সার্ভিসে প্রবেশ করেনি। কোন এক বিশেষ কারণে ১৯৬৭ সালে তৎকালীন ফরসী প্রেসিডেন্ট চার্লস দ্য গল ইজরায়েলের কাছে সামরিক সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ফলে ইজরায়েলের অর্ডার করা বিমান তৈরী হয়ে গেলেও তাদের আর ডেলিভারি করা হয়নি। কিন্তু ইজরায়েলীরাও থেমে থাকার মতো জাতি নয়। তারা তাদের গোয়েন্দা সংস্থা মোসাদকে লেলিয়ে দেয় এই মিরেজ-৫ গুলোর ব্লু-প্রিন্ট ও টেকনিক্যাল ডাটা সংগ্রহের কাজে। মোসাদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর তারা নিজেরাই মিরেজ-৫ এর ইজরায়েলী ভার্সন আইএআই নেসার তৈরী করে.....
Powered by Blogger.