ইউনাইটেড স্টেটস স্ট্র্যাটেজিক এয়ারফোর্সের মেরুদন্ড বি-১, বি-২ ও বি-৫২ স্ট্র্যাটেজিক বম্বার।
ইউনাইটেড স্টেটস স্ট্র্যাটেজিক এয়ারফোর্সের মেরুদন্ড বি-১, বি-২ ও বি-৫২ স্ট্র্যাটেজিক বম্বার। |
ইউনাইটেড স্টেটস স্ট্র্যাটেজিক এয়ারফোর্সের মেরুদন্ড বি-১, বি-২ ও বি-৫২ স্ট্র্যাটেজিক বম্বার। কোল্ড ওয়ারের সময় তাদের প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন অফ সোভিয়েত সোশালিস্ট রিপাবলিক সবসময় আইসিবিএম ভিত্তিক নিউক্লিয়ার অ্যাটাক সিস্টেমের উপর নির্ভরশীল থাকলেও ইউনাইটেড স্টেটস সব সময়ই উন্নত মানের স্ট্র্যাটেজিক বম্বার তৈরী করেছে। তাই অনেকে হয়তো ভাবতে পারেন যে তাদের নিউক্লিয়ার ডেলিভারি সিস্টেমের মেরুদন্ড হচ্ছে এই স্ট্যাটেজিক বম্বার। কিন্তু তা সম্পূর্ণ রূপে ঠিক নয়। ইউনাইটেড স্টেটস আধুনিক বম্বার তৈরী করলেও তাদের বম্বারগুলো সমসময়ই ব্যাকআপ হিসেবে রাখার পরিকল্পনা ছিল কারণ তারা ভালো করেই জানতো ইউনিয়ন অফ সোভিয়েত সোশালিস্ট রিপাবলিকে নিউক্লিয়ার অ্যাটাকের জন্য বম্বার কখনই আর্দশ উপায় হতে পারে না কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল অত্যন্ত উন্নত এবং কোন বিমানের পক্ষেই এই এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে মস্কো পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। তবুও তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে স্ট্যাটেজিক বম্বার তৈরী করেছে এবং এখনও করছে.....