সিরিয়ায় আবারও মার্কিন নেতৃত্বাধীন জোটের অব্যাহত বিমান হামলায় ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
সিরিয়ায় হামলা |
সিরিয়ায় আবারও মার্কিন নেতৃত্বাধীন জোটের অব্যাহত বিমান হামলায় ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।এর আগেও তারা তারা অব্যহত বিমান হামলা করে শত শত মুসলমান কে হত্যা করছে।এসব হামালার অজুহাত হিসাবে তারা দায়েস কে ব্যাবহার করলেও তারা হামলা গুলো মুলত দায়েসের উপর করছে না।তারা যদি সত্যিই আইএসের উপর বিমান হামলা চালায় তাহলে কিভাবে দায়েস এত শক্তিশালী হয়ে উঠে। আমেরিকা কিভাবে আইএস কে অস্ত্র দেয় তার একটি প্রমান বলি।সম্ভবত ২০১৪ সালের শেষের দিকে,আমেরিকা প্রকাশ্যে বলছিল,তারা কুর্দিদের অস্ত্র দিবে,যেহেতু তারা আইএসের বিরোদ্ধে লড়াই করছে।আমেরিকা যুদ্ধবিমান থেকে ২৭ বান্ডেল অস্ত্র,।গোলাবারুদ ও চিকিৎসা সরঞ্জাম ফেলে।সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এর কিছু অংশ আইএস পেয়েছে।কিন্তু বাস্তবে এর বেশির ভাগ অস্ত্র আইএস পেয়েছে।আধুনিক যুদ্ধে আমেরিকা খুব পারদর্শী। তাদের মত একটা দেশে থেকে এরকম ভূল হওয়ার কথা না।