ইউনাইটেড স্টেটস আর্মড ফোর্সের ব্যবহৃত এম১১৩ আর্মারড পার্সোনেল ক্যারিয়ারের একটি মডিফায়েড ভার্সন।
এম১১৩ আর্মারড পার্সোনেল ক্যারিয়ারের একটি মডিফায়েড ভার্সন। |
ছবিটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ভার্সনটিতে সাধারণ এম-২ ব্রাউনিং মেশিনগানের বদলে একটি এম-৬১ ভলকান গ্যাটলিং গান রয়েছে যা সাধারণত এপিসি গুলোতে দেখা যায় না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন গ্যাটলিং গান যেহেতু অত্যন্ত কার্যকর এবং প্রতিপক্ষের দিকে খুব দ্রুত বিপুল পরিমাণ গুলি নিক্ষেপ করতে পারে তাহলে প্রত্যেকটি এপিসিতে এদের কেন ব্যবহার করা হয় না? এদের ব্যবহার করা হয় না কারণ এদের সবচেয়ে বড় শক্তিই এদের প্রধান দুর্বলতা। এই এম-৬১ এর লেটেস্ট ভার্সন মিনিটে প্রায় ৬৬০০ রাউন্ড গুলি নিক্ষেপ করে আর এই বিপুল পরিমাণ গুলি সৈন্যের সাথে বহন করা অসম্ভব। ছবিতে যে মডিফায়েড ভার্সনটি রয়েছে এটি এম১৬৩ ভলকান এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত এবং এটি কোন সৈন্য না বহন না করেও মাত্র ১১০০ রাউন্ড গুলি বহন করতে সক্ষম অর্থাৎ এটি মাত্র ১০ সেকেন্ড একটানা গুলি করতে সক্ষম যা কোন এপিসির বা এএফভির পক্ষে যথেষ্ট সময় নয়.....