জাপানের মিৎসুবিসি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরী পঞ্চম প্রজন্মের বিমানের এক্স-২ অ্যাডভান্স টেকনোলজি ডেমনস্ট্রেটর প্রথম উড্ডয়ন সম্পন্ন

জাপানের পঞ্চম প্রজন্মের বিমানের এক্স-২

আজকে জাপানের মিৎসুবিসি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরী পঞ্চম প্রজন্মের বিমানের এক্স-২ অ্যাডভান্স টেকনোলজি ডেমনস্ট্রেটর প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। এই টেকনলি ডেমনস্ট্রেটর থেকে পরবর্তীতে প্রোটোটাইপ করা হবে যা থেকে জাপানের প্রথম পঞ্চম প্রজন্মের বিমান তৈরী করা হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটিই হবে জাপানের নিজস্বভাবে তৈরী প্রথম মাল্টিরোল যুদ্ধবিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নিষেধাজ্ঞার কারণে জাপানের নিজস্ব বিমান তৈরীর অনুমতি ছিল না কিন্তু তা তুলে নেয়ায় জাপান আবার নতুন করে জেগে উঠছে। বলতে গেলে এখনও বিশ্বের পরাশক্তিদের বিমান বাহিনীর মূল মেরুদন্ড চতুর্থ প্রজন্মের বিমান আর সেখানে জাপান তাদের নবউত্থান শুরুই করছে পঞ্চম প্রজন্মের বিমান দ্বারা অর্থাৎ বিশ্বের কাছে জাপানের বার্তা স্পষ্ট, 'আমরা এতদিন প্রতিযোগীতায় না থাকলেও এটা ভাবার কোন কারণ নেই যে আমরা বিশ্বের অন্যান্য পরাশক্তির চেয়ে কোন অংশে পিছিয়ে আছি'.....
Powered by Blogger.