আধুনিক প্রযুক্তিগত দিক থেকে কিছু না জানা সামরিক সত্য কথা!! (পর্ব-১)



রোমান্চকর সামরিক বিষয়বস্তু

১। ষ্টিলথ বিমান বলতে কোন বিমান পৃথিবীতে নাই!!! ( নাম মাত্র)।

২। এন্টি ট্যাংক মাইন প্রুফ কোন যানবাহন তৈরী হয় নাই!!! ( যে যান বাহন দিয়া এন্টি ট্যাংক মাইন অপসারন করা হয় তার মাথায় মেটাল ডিটেকশন হ্যান্ড লাগানো আছে ঐ হাত দিয়ে মাইন অপসারন করে যানটি এগিয়ে যায় মাঝে মাঝে ঐ ডিটেক্টরর সহ কৃত্রিম হাত উড়ে যায় যদিও সহজে রিপ্রেজেন্ট করা যায়)।

৩। কোন যুদ্ধ জাহাজ বিমানবাহী জাহাজ সহজেই মিসাইল/ টর্পেডোর হাত থেকে বাঁচতে পারে না!!! (যুদ্ধ যানের ভিতর সবচেয়ে অনিরাপদ অথচ ব্যায় বহুল হল যুদ্ধ- জাহাজ/ বিমানবাহী রনতরী )!!!

৪। কিছু কিছু সামরিক স্যাটেলাইট আছে যার সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার লাগানো আছে যা বিশেষ সময় ব্যবহৃত হয়!!!

৫। ষ্টার ওয়ার এড়ানোর ক্ষমতা সম্পন্ন
স্যাটেলাইট রাডার মহাশূন্যে আছে!!!

৬। কিছু ক্ষেত্রে হিলিয়াম গ্যাস দিয়ে রাডার / যোগাযোগ স্যাটেলাইটস শূন্যে উড়িয়ে কাজ নেওয়া হয়!!!

৭। পারমানবিক বোমা থেকে কোন যুদ্ধ- যান বেঁচে গেলেও যোদ্ধারা ক্যান্সারজনিত কারনে মারা পড়বে !!!

৮। জ্বীবানু অস্ত্র/ রাসায়নিক অস্ত্রগুলোর কার্যক্ষমতা ঠিক মত হয় না!!!

৯। গামা রাডার দিয়ে যে কোন বিমান/ মিসাইল কে মিসগাইড করা যায়।

১০। রাশিয়া মিসাইল তৈরী / ধ্বংস করার ক্ষমতা সারা পৃথিবীর সমগ্র যৌথ শক্তির চেয়ে শতভাগ বেশী!!!!

১১। ম্যাক ১০ ++ গতির ও যুদ্ধ-বিমান তৈরী করতে পারে ভেটো রাষ্ট্রে বিজ্ঞানীরা কিন্তুু পাইলটের অভিকর্ষজ ত্বরন সহ্য ক্ষমতা ম্যাক (২-৩) ভিতর ষ্টান্ডার্ড হওয়ায় ম্যাক ২-৩ এর ভিতর যুদ্ধ- বিমান তৈরী হয় বেশী।

১২। বুলেট প্রুফ জ্যাকেট বন্দুকের সামনে সঠিক ভাবে কাজ করে না!!!

১৩।সোভিয়েত আমলে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়লে যুদ্ধ- জাহাজ নির্মান কাজ থেমে গেলে ও মিসাইল তৈরীতে ১০০০ % এগিয়ে যায় যা তাদের যুদ্ধ- জাহাজ নির্মানে নিরুৎসাহিত করে!!!! কারন তারা জানতো সাবমেরিন আর মিসাইলের দ্বারা আমেরিকাকে সারা পৃথিবীর যে কোন স্থানে বধ করা সম্ভব!!!"

১৪। আমেরিকার প্রোগ্রামিং + জিপিএস কন্টোল কৃত কোন অস্ত্র যা তারা মিত্রশক্তিদের দিয়েছে তা দ্বারা ইসরাইল+ আমেরিকার কোন টার্গেটে / ঘাঁটিতে আঘাত করা সম্ভব না!!!

১৬। ফ্রান্সের অস্ত্রগুলোর দাম সবচেয়ে বেশী কারন এগুলো হাইগ্রেডেড ইস্পাত দিয়ে বানায় তাই দীর্ঘদীন ব্যাবহার করা যায়। ফ্রান্সের সামরিক বাজেট আফ্রিকার দেশগুলোর খনিজ সম্পদ বিক্রিত অর্থ থেকে ৮০% আসে।

১৭। সোভিয়েতের ইউনিয়নের মত ইংল্যান্ড সামরিক দিক থেকে পিছিয়ে যাচ্ছে।

১৮। পৃথিবীর বৃহত্তম বিমান বাহিণী আমেরিকা+ ন্যাটোর থাকলেও রাশিয়ার কাছে তারা কার্যত দূর্বল !!! কারন ডগ ফাইট ছাড়াই শুধু মাত্র মিসাইল প্রতিরোধক ব্যাবস্থা দিয়ে এই বৃহত্তর বিমান বাহিণী ধ্বংস করা সম্ভব।!!! কারন ম্যাক ২০ এবং ম্যাক ১৫ ক্ষমতা সম্পন্ন মিসাইল রাশিয়া সার্ভিসে এনেছে!!!! এমন কি এর কাছ থেকে হাইপার সনিক মিসাইল ও মাপ পাবে না যুদ্ধ- বিমান তো হালুয়া!!!

১৯। আকাশে ব্যবহৃত পৃথিবীর একমাত্র ক্যামোফ্লাইজ পাউডার উত্তর কোরীয়া তৈরী করেছে যা বায়ুমণ্ডলে ছিটিয়ে দিলে রাডার তরঙ্গ কাজ করে না !!!

২০। পৃথিবীর সবচেয় দ্রুততম টর্পেডো ইরানের হাতে!!!

২১। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্রোন ইসরাইলের যার ভিতর সেলফ লোডেড কামান ও আছে!!! (ওটার নাম ইটান)

২২। যে সকল দেশ ব্যাপক অর্থ থাকা সত্বেও অর্থের বিনিময়ে অস্ত্র কিনে। অস্ত্র নির্মানের কারখানা তৈরী করে না তাদের ধ্বংস যুদ্ধ- ক্ষেত্রে দ্রুত হয়।

২৩। আমেরিকা কোন দেশে কে ধ্বংস করতে সন্ত্রাসী সৃষ্টির জন্য দমনের জন্য অস্ত্র সরবরাহের জন্য সমান ভাবে কাজ করতে পারে যা পৃথিবীর অন্য কোন দেশ পারে না।

২৪। জার্মানি র এমন একটা প্রযুক্তি আছে যা মোবাইল ফোন/ স্যাটেলাইটস ফোন / রেডিও সেট এর সব কথা শুনতে পারে তার নম্বর জানতে পারলে!!!!

২৫।আমেরিকা ছাড়া পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে জিপিএস দ্বারা পিন পয়েন্টে জরিপ চালানোর সঠিক প্রযুক্তি নাই!!!

২৬। মাফিয়া চক্র ইতালির সামরিক বিভাগে সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে।
Powered by Blogger.