সোভিয়েত ইউনিয়নের ডেভলপ করা সুখোই-২৫ গ্রাচ

রামিয়ন বিমান, যুদ্ধ বিমান
 সোভিয়েত ইউনিয়নের ডেভলপ করা সুখোই-২৫ গ্রাচ মুলত তৈরি করা হয়েছিলো তৎকালিন সোভিয়েত পদাতিক বাহিনিকে সাপোর্ট দেবার জন্য। এটার প্রথম প্রটোটাইপ নির্মান করা হয় ২২ ফেব্রুয়ারী ১৯৭৫ সালে এবং পরিক্ষামূলকভাবে আকাশে ডানা মেলার পর ১৯৭৮ সালে টিবিলিসি সোভিয়েত রিপাবলিক অফ গর্জিয়াতে দিয়ে দেয় সুখোই ডিজাইন ব্যুরো।
সুখোই ২৫ গ্রাচ  ৩০বছর সার্ভিসে ছিলো। এটা ১৯৮০-৮৮ সালে ইরান ইরাক যুদ্ধ, ১৯৯১ তে প্যারিশিয়ান গল্ফ ওয়ার, সহ বেশ কিছু যুদ্ধে অংশ নেয়। বর্তমানে এটি  সিরিয়ায় সিভিল ওয়ারে রাশিয়ার বহরে সার্ভিস দিচ্ছে।

সুখোই ২৫  এ একটি পাইলট সিট, ২টি জেট এয়ার ক্রাফটের ডেভলপ করা ইন্জিন ও ১৫টি মিসাইল হার্ড পয়েন্ট রয়েছে।

যুদ্ধ বিমান
সুখোই ২৫ এর সাধারন তথ্যঃ
  • Crew: one
  • Length: 15.53 m[nb 1] (50 ft 1112 in)
  • Wingspan: 14.36 m (47 ft 112 in)
  • Height: 4.80 m (15 ft 9 in)
  • Wing area: 33.7 m² (323 ft²)
  • Empty weight: 9,800 kg (21,605 lb)
  • Loaded weight: 14,440 kg (31,835 lb) (normal take-off weight)
  • Max. takeoff weight: 19,300 kg (42,549 lb)
  • Powerplant: 2 × Soyuz/Gavrilov R-195 turbojets, 44.18 kN (9,921 lbf) each
পারফরমেন্সঃ
  • Maximum speed: Mach 0.82 (975 km/h, 526 knots, 606 mph) at sea level
  • Range: 1,000 km (621 miles) clean at altitude
  • Combat range: 750 km (405 nmi, 466 miles) at sea level, 4,400 kg (9,700 lb) weapons and two external tanks
  • Service ceiling: 7,000 m (23,000 ft) clean, 5,000 m (16,000 ft) with max weapons
  • Rate of climb: 58 m/s (11,400 ft/min)
উইপন্সঃ
  • Guns: 1 × GSh-30-2 30mm cannon with 250 rounds
  • Hardpoints: 11 with a capacity of 4,000 kg (8,800 lb)
  • Rockets: UV-32-57 57 mm or B8M1 80 mm rocket pods, S-24 (240 mm (9.4 in)) or S-25 (330 mm (13 in)) rockets
  • Missiles: Kh-23 (AS-7), AS-9, Kh-25L (AS-10), Kh-29 (AS-14) air-to-surface missiles, K-13 (AA-2) or R-60 (AA-8) air-to-air missiles
  • Bombs: FAB-250, FAB-500, KAB-500 laser-guided bomb
Powered by Blogger.