উত্তপ্ত চীন জাপান সম্পর্ক


আবারও আলোচনায় পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপপুঞ্জ। এবার এই দ্বীপপুঞ্জের নামকরণ নিয়ে জাপান আর চীনের পুরনো বিরোধ মাথাচাড়া দিয়েছে। এশিয়ার সামরিক ও রাজনৈতিক দোটানা বাড়াচ্ছে এবারের এই বিরোধ।

চীন ও জাপান পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে নিজেদের মনে করে। জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে। তবে চীনাদের কাছে এগুলো তিয়াওইউ নামে পরিচিত। জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো। সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত।

সম্প্রতি অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করা হয়। কিন্তু ইশিগাকি শহর কর্তৃপক্ষের এই নাম পরিবর্তন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না চীন। বেইজিং এই ঘটনাকে চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে জাপানের এমন পদক্ষেপকে অবৈধ বলে দাবি করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ‘এই বিল (যার মাধ্যমে ইশিগাকি শহর কর্তৃপক্ষ নাম পরিবর্তন করেছে) চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ, যা অবৈধ। এই দ্বীপ যে চীনের অন্তর্গত তিয়াওইউ দ্বীপ, সে বিষয়ে কোনো পরিবর্তন এই বিলের ফলে হবে না।’

ছবিতে জাপানিজ নৌবহর।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

Powered by Blogger.