বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব অয়েল ট্যাংকার ‘বি এন এস খান জাহান আলী’

বাংলাদেশ নৌবাহিনীর

ছবিতে যেই জাহাজটিকে দেখতে পাচ্ছেন সেই জাহাজটির নাম "বি এন এস খান জাহান আলী"

এই জাহাজটি কোন যুদ্ধজাহাজ নয়। কিন্তু বিপদের সময় এটির অভাবে সম্পূর্ণ নৌবাহিনী সাগরের বুকে অচল হয়ে পড়ে থাকতে পারে।

"বি এন এস খান জাহান আলী" একটি অয়েল ট্যাংকার প্রজাতির জাহাজ। এটিতে মূলত বিশাল পরিমাণে তেল বহন করা হয়৷ তেল বহনের পাশাপাশি এটির রয়েছে অন্য জাহাজকে যাত্রা পথেই তেল দেওয়ার সক্ষমতা। কিন্তু কেন এটি এত জরুরি?

প্রতিটি জাহাজই নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারে না। আর সামরিক জাহাজগুলো চাইলেই বেসামরিক জাহাজের ন্যায় নিজের সুবিধা মত পোর্টে যেতে পারে না। যুদ্ধকালীন বা উত্তেজনার সময়ে যুদ্ধজাহাজকে দীর্ঘদিন টানা সাগরে কাটাতে হয়। আর এ সময়ে "বি এন এস খান জাহান আলী" এর মত অয়েল ট্যাংকার গুলো তেল বহন করে নিয়ে এসে অন্যান্য জাহাজের মাঝে সরবরাহ করে৷ সুতরাং এর গুরুত্ব বুঝতেই পারছেন।

আপনারা জেনে খুশি হবে এই ধরনের জাহাজ বাংলাদেশ নিজেই বানানোর সক্ষমতা রাখে।
"বি এন এস খান জাহান আলী" নামক জাহাজটি তৈরি করেছে 'আনন্দ শিপইয়ার্ড"। জাহাজটির
★ দৈর্ঘ্যঃ ৮০ মিটার
★ ধারণক্ষমতাঃ ২৪০০ টন ডিজেল ও ১২০ টন এয়ার ফুয়েল।
★গতিঃ সম্পূর্ণ ভর্তি অবস্থায় ঘন্টায় ২৪.৫ কিলোমিটার।
★এটি একই সাথে দুটি জাহাজকে তেল দিতে পারে এবং নিজের আত্নরক্ষার জন্য আছে দুটি Oerilkon 20 mm auto canon.
জাহাজটি বানানো হয় ২০১৩ সালে৷
নৌবাহিনী হাতে পায় ২০১৪ সালের ৬ নভেম্বর এবং কমিশনড হয় ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর।

তথ্য ও ছবি সংগ্রহঃ Bangladesh Navy

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here




Powered by Blogger.