আজকের সুপ্রশিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী তৈরীর নেপথ্য কারিগর "ARTDOC"


ছবিঃ একাডেমিক ট্রেনিং চলাকালীন একদল প্রশিক্ষণার্থী সেনাসদস্য।
ছবিঃ একাডেমিক ট্রেনিং চলাকালীন একদল প্রশিক্ষণার্থী সেনাসদস্য।

ARTDOC বা Army Training & Doctrine Command আজকের সুপ্রশিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী তৈরীর নেপথ্য কারিগর।মোমেনশাহী সেনানিবাস কেন্দ্রীক ARTDOC মূলত বাংলাদেশে সেনাবাহিনীর গবেষণাধর্মী একটি শাখা।

যারা বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে আরো উন্নত ও দক্ষ করে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে কার্যক্রম ( রিসার্চ ও তা থেকে প্রাপ্ত ফলাফল বাস্তবে কাজে লাগানো) চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জামাদি সম্পর্কিত সকল কার্যক্রমের সাথে আর্টডক বা আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড কোনো না কোনোভাবে সম্পৃক্ত।বিশেষ করে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই শাখার হাতে।

বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধকালীন সময়ের জন্য সবসময়ই প্রস্তুত রাখা এবং সেনাবাহিনীর ভবিষ্যত পরিকল্পনার নিয়ন্তা এই ARTDOC।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ সবসময়ই বিশ্বের অধিকাংশ দেশ থেকে উচুমানের।সেটা আমরা প্রমাণ করেছি।মালির উত্তপ্ত মরুতে অথবা মাতৃভূমির বুকে ষড়যন্ত্র প্রতিহতকরণে চট্টগ্রামের বন্ধুর পাহাড়ি বনভূমিতে।বাংলাদেশ সেনাবাহিনী তার উন্নত প্রশিক্ষণ আর অসীম মনোবলের প্রমাণ দিয়ে গেছে দুঃসাহসিকতার সাথে।

কিন্তু,অতীতে এই প্রশিক্ষণ কার্যক্রমে সেনাবাহিনীকে পোহাতে হতো প্রচুর কাঠখড়।কারণ ছিলো বাজেট ও সুবিধার স্বল্পতা।এছাড়াও একটি সমন্বয়হীনতা ও বিদ্যমান ছিলো প্রশিক্ষণ কার্যক্রমে।এসব সমস্যার সমাধান হিসাবে ২০০৭ সালে গঠিত হয় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)।

তখন থেকে সেনাবাহিনীর অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি তথা বাংলাদেশ মিলিটারি একাডেমি ( বিএমএ) ও আর্মির কম্পিউটারাইজড ওয়ারগেইম সিমুলেশন ট্রেনিং ফ্যাসিলিটি সহ সমস্ত প্রশিক্ষণ একাডেমি এবং এক্সারসাইজ আর্টডকের অধীনে পরিচালিত হয়ে আসছে।আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং একজন মেজর জেনারেল হয়ে থাকেন। -আধুনিক সমরাস্ত্র অবলম্বনে এমএম৪৪


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

 

সাবস্ক্রাইব করুন লেখকের ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR





Powered by Blogger.