ইউরোফাইটারের AESA বিশেষ ক্ষমতা সম্পন্ন রাডার


ইউরোফাইটারের  নতুন CAPTOR-E Active Electronically Scanned Radar (AESA) এর একটি বিশেষ ক্ষমতা রয়েছে। সাধারণ রাডারে এন্টেনা গুলো একটা নির্দিষ্ট অবস্থানে লাগানো থাকে। কিন্তু CAPTOR-E তে তা নয়। এই রাডারের Array তথা এন্টেনাগুলো স্থান পরিবর্তন করতে পারে। আর এজন্যই সাধারণ AESA রাডার থেকে এটির সার্চ রেঞ্জের প্রস্থ আরো ৫০% বেড়ে যায়!

রাডারের ক্ষেত্রে সার্চ রেঞ্জের প্রস্থ ৫০% বেড়ে যাওয়ার গুরুত্ব নিশ্চই বুঝতে পারছেন। এটি সরাসরি সামনের অংশ থেকে ৯০ ডিগ্রী কোণে অর্থাৎ পুরোপুরি ডানে বা বামেও সার্চ করতে পারে।

তবে এটি নানা বাধা বিপত্তিও পেরোচ্ছে। এর পূর্বপুরুষ CAPTOR-M রাডার ছিল সকল PESA রাডারের মাঝে সেরা রাডারের একটি। এটিও পুরোপুরি সার্ভিসে আসলে সেরা একটি রাডারই হবে৷

কিন্তু এর ডেভেলপমেন্টে অনেক বেশি সময় লেগে যাওয়ায় ইউরোফাইটারের প্রধান দুই ব্যবহারকারী দেশ যুক্তরাজ্য ও ইটালি বর্তমানে এফ-৩৫ কিনে নিয়েছে এবং অদূর ভবিষ্যতে ইউরোফাইটারের রাডার আপগ্রেড করবে না বলে জানিয়েছে। অন্যদিকে জার্মানি এবং স্পেন তাদের ইউরোফাইটারগুলোতে নতুন এই রাডার লাগানোর সিধান্ত নিয়েছে৷ দেখা যাক এর ভাগ্যে কি হয়!


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন লেখকের ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR
Powered by Blogger.