যুক্তরাষ্ট্রের মিলিটারি ভেহিকেল 'হামভি'
যুক্তরাষ্ট্রের মিলিটারি ভেহিকেল 'হামভি' আপনারা প্রায় সকলেই চিনেন। এর পূর্ণরূপ হচ্ছে High Mobility Multipurpose Wheeled Vehicle বা HMMWV। পরে উচ্চারণের সুবিধার্থে সৈনিকদের কাছে এর নাম হয়ে যায় Humvee।
এটি
একটি ফোর হুইল ড্রাইভ লাইটওয়েট মিলিটারি ট্রাক/ ইউটিলিটি ভেহিকেল। ভিয়েতনাম
যুদ্ধের পর M151, M561 সিরিজের জিপগুলো রিপ্লেস করার জন্য
AM General
কোম্পানি এই ভেহিকেলটি বানায়। এখন পর্যন্ত ২.৮১ লাখ হামভি বানানো হয়েছে
এবং এর ৩১টি ভ্যারিয়েন্ট ও অসংখ্য সাব-ভ্যারিয়েন্ট আছে। এর সিভিলিয়ান ভার্শন
হ্যামার H1 নামে পরিচিত যা মূলত মডিফাইড M998 ভার্শন। H2, H3 সহ পুরো
হ্যামার সিরিজের মালিকানা কিনে নিয়েছে জেনারেল মোটরস (GM) কোম্পানি। অর্থাৎ
হ্যামার ও হামভি ভিন্ন সিরিজের ভেহিকেল।
➡ওজন : ২,৩৫৯ থেকে ২,৬৭৬ কেজি
➡পেলোড : ৯৮০ কেজি থেকে ৩০০০ কেজি পর্যন্ত (ভার্শনভেদে)
➡দৈর্ঘ্য : ১৫ ফিট
➡প্রস্থ : ৭.১ ফিট
➡উচ্চতা : ৬ ফিট থেকে ৪.৬ ফিট হতে পারে।
➡আর্মার : একেক ভার্শনে একেক রকম হয়। লাইট এবং হেভি মেশিনগানের বুলেট, কিল জোনে (২০-৩০ মিটার) ৮২-১২০ এমএম মর্টার/ ১৫৫ এমএম আর্টিলারি শেলের এয়ার ব্লাস্ট, ৫.৪ কেজি IED বা এন্টি ট্যাংক মাইন থেকে ক্রুদের রক্ষা করতে পারে।
➡অস্ত্র : মেশিনগান থেকে শুরু করে এন্টি ট্যাংক রিকোয়েললেস গান ও মিসাইল, এন্টি এয়ারক্রাফট মিসাইল, হেভি মর্টার, গ্রেনেড লঞ্চার এমনকি লেজার ওয়েপন পর্যন্ত হামভি তে বসানো হয়েছে। যখন যে ভার্শনে যেটা দরকার সেটাই লাগানো যায়।
➡ইঞ্জিন : ৫৭০০ থেকে ৬৫০০ সিসির V8 টার্বো/ নন-টার্বো ডিজেল ইঞ্জিন (কিছু আছে গ্যাসোলিন)
➡ফুয়েল : ৯৫ লিটার
➡ম্যাক্সিমাম স্পিড : ৮৯ থেকে ১১৩ কিঃমিঃ/ঘন্টা
যুগের তুলনায় পুরোনো হয়ে যাওয়ায় ও ক্রুদের পর্যাপ্ত আর্মার প্রটেকশন দিতে
না পারায় যুক্তরাষ্ট্র Joint Light Tactical Vehicle (JLTV) দিয়ে হামভি
রিপ্লেস করবে। ২০১৪ সালে পুরোনো প্রায় ৫ হাজার হামভি নিলামের মাধ্যমে
সিভিলিয়ান মানুষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কেনার সুযোগ করে
দিয়েছে। বাংলাদেশ বেশ কিছু চাইনিজ হামভি কমান্ড এন্ড কন্ট্রোল ভেহিকেল
হিসেবে ব্যবহার করে। লেখাঃ আধুনিক সমরাস্ত্র অবলম্বনে ।।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন লেখকের ইউটিউব চ্যানেল► Shohan MonsteR