ইজরায়েলের Spike-LR মিসাইল কারা চুরি করেছিলো? (বিশেষ পোষ্ট)
২০১৭ সালের দিকে ইজরায়েলের এক সেনাচৌকি থেকে হটাৎ কিছু লেটেস্ট মডেলের Spike-LR এন্টিট্যাংক গাইডেড মিসাইল চুরি হয়ে যায়। ইজরায়েল অনেক তদন্ত করেও এর কোন কূলকিনারা করতে পারে নাই।
এর কয়েক বছর পরে ২০২০ সালে ইরান তাদের নতুন টপ এট্যাক এন্টি ট্যাংক গাইডেড মিসাইলের পরীক্ষা চালিয়েছে যেটা দেখতে হুবহু ইজরায়েলের Spike-LR এর মতো।এখন আর বুঝতে বাকি নেই কারা ইজরায়েলর Spike মিসাইল চুরি করেছিলো।
ইরানের ড্রোন থেকে টেষ্ট ফায়ার করা মিসাইলটি টপ এট্যাক মুডে ২.৫ কিলোমিটার দূরের টার্গেটে সফল ভাবে হাইএক্যুরিসিতে হিট করেছে।
ইরান এখনো এই মিসাইলটির কোন নাম প্রকাশ করেনি তাই ডিফেন্স এনালাইসিস্টরা এর নাম দিয়েছে মুসলিম স্পাইক।
তবে ইজরায়েল তাদের স্পাইক এর মুসলিম ভার্শন নিয়ে মোটেও খুশি না। কারন স্পাইক মিসাইল ইজরায়েলের স্পেসিফিক টেকনালজি ও বিশ্বের অন্যতম সেরা এন্টি ট্যাংক মিসাইল গুলোর একটা যার টেকনালজি ইজরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরানের হাতে চলে গেছে।
আর এই মিসাইল যদি ইরান হামাস হিজবুল্লাহর কাছে সরবরাহ করে তাহলে ইজরায়েলের মারাকাভা মার্ক-৪ ট্যাংক এর কপালে শনি আছে কারন মারাকাভা ট্যাংক এর ট্রফি APS সিস্টেম টপ এট্যাক মিসাইল এর বিরুদ্ধে কার্যকর না।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |