এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংসের মিসাইল
ছবিতে রাশান Tu-22M3 বোম্বারকে দুটো Kh-22M এন্টিশিপ ক্রুজ মিসাইলসহ দেখতে পাচ্ছেন। এটি নির্মিত হয়েছে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংসের জন্য। এতে কনভেশনাল ও নিউক্লিয়ার, দুই ধরনের ওয়ারহেড বহন করা যায়। ৬০০ কিঃমিঃ দূর থেকে প্রায় ম্যাক ৫ গতি নিয়ে এটি এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলা করতে সক্ষম।
সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো যখন ১ হাজার কেজি ওয়ারহেডসহ সাইজের ও আর্মারের দিক দিয়ে ক্যারিয়ার সাইজের জাহাজের উপর এটি ফায়ার করে তখন ১৬ ফিট ব্যাস ও ৪০ ফিট গভীর একটি ফুটো তৈরি করে তাক লাগিয়ে দেয়। এই রেজাল্ট দেখে তারা হিসাব করে বের করেন যে যদি সত্যিকারের মার্কিন ক্যারিয়ারে এটি হিট করে তবে ২৪০ স্কয়ার ফিটের একটি বিশাল গর্ত তৈরি করবে জাহাজে যা বারো মিটার গভীরে পর্যন্ত পৌঁছে যেতে পারে। এতে ৩০০ থেকে ১ হাজার কিলো নিউটন শক্তির নিউক্লিয়ার ওয়ারহেড বহন করা যায়।
সব মিলিয়ে এটি রাশিয়ার হাতের তুরুপের তাস। এর ১ হাজার কিঃমিঃ আপগ্রেড ভার্শন Kh-32 সার্ভিসে এসেছে।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |