মার্কিন সিংগেল ইঞ্জিনের সুপারসনিক মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট
ধরনঃ মাল্টিরোল ফাইটার
জাতীয়তাঃ US
প্রস্তুরকারকঃ General Dynamics, Lockheed Martin
পরিচিতিঃ ১৯৭৮
স্ট্যাটাসঃ সার্ভিসে আছে
ব্যবহারকারীঃ US সহ ২৫ টি দেশ
তৈরিকৃত সংখ্যাঃ ৪৬০৪ (২০১৮)
লম্বায় ১৫ মিটার, ডানার প্রসারতার সহ দৈর্ঘ্য প্রায় ৯.৪৫ মিটার। এতে General Electric Turbofan ইঞ্জিন ব্যবহৃত হয়। যা আফটার বার্নিং সহ ২৩০০০ থেকে ২৯০০০ পাউন্ডের থ্রাস্ট উৎপন্ন করতে পারে যা এটিকে শব্দের গতির চেয়ে দ্বীগুন গতিতে সাহায্যে চলতে সাহায্য করে।
গান হিসেবে আছে ২০ এমএম ক্যনন। মিসাইল হিসেবে আছে
Air to Air: AIM-9,AIM-7 AIM-120
Air to Ground: AGM-65, AGM-88
Anti-ship: AGM-84, AGM-119
কম্পিউটারাইজ Fly By Wire Stabilizing System, এবং Heads Up Display পাইলটকে সহজে কম্বেট ডাটা কালেক্ট করতে সাহায্য করে। রাডার হিসেবে আছে AN/APG-68. (F-16 C/D)
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |