ব্ল্যাক ঈগল স্নাইপারদের ব্যবহৃত রাইফেল (পর্ব-০২)
ব্ল্যাক ঈগল স্নাইপার ইউনিট হলো বাংলাদেশ সেনাবাহিনীর এলিট স্নাইপার ইউনিট। এটি পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে দক্ষ স্নাইপার দলগুলোর মধ্য্র অন্যতম। আজকে আমাদের গর্ব, এই অসাধারণ ইউনিট এর জন্য ইস্যু করা স্নাইপার রাইফেলগুলো নিয়ে বিস্তারিত বলবো। দ্বিতীয় পর্বে থাকছে বোল্ট একশন স্নাইপার রাইফেল।
❇AWM: Arctic Warfare Magnim বা AWM হলো ব্রিটেন এর ডিজাইন করা একটি বোল্ট একশন স্নাইপার রাইফেল। বর্তমানে ভিডিও গেমের কল্যাণে সকলেই এই রাইফেল মোটামুটি চিনি। এতে ব্যবহার করা হয় .338 Lapua Magnum তবে এছাড়াও এটির .300 Winchester Magnum ভেরিয়েন্টও রয়েছে। এটির ইফেক্টিভ রেঞ্জ ২,৪৭৫মিটার।
❇AX308: AX308 হলো এক্যুরেসি ইন্টারন্যাশনাল এর তৈরি একটি বোল্ট একশন রাইফেল। রাইফেলটিতে ব্যবহার হয় 7.62×51mm NATO কার্ট্রিজ। রাইফেলটির ইফেকটিভ ফায়ারিং রেঞ্জ ±১০০০মিটার।
❇SC-76: SC-76 Thunderbolt ব্রিটিশ কোম্পানি স্টিল কোর ডিজাইনস এর তৈরি একটি 7.62×51mm বোল্ট একশন স্নাইপার রাইফেল। রাইফেলটির ইফেকটিভ ফায়ারিং রেঞ্জ ১০০০মিটার।
❇RPA Rangemaster: RPA Rangemasterও একটি ব্রিটিশ বোল্ট একশন স্নাইপার রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনী এই রাইফেল এর 7.62×51mm ভেরিয়েন্ট ব্যবহার করে। রাইফেলটি সর্বোচ্চ ১০০০মিটার দূরত্বে নির্ভুল হিট দিতে পারে৷
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |