রাশিয়ান বোম্বার টানা বিরতিহীন উড়ার বিশ্বরেকর্ড গড়েছে।
রাশিয়ান এর্যোস্পেস ফোর্সের বিমানটি টানা ২৫ঘন্টা উড়ে ও প্রায় ২০হাজার কিলোমিটার পাড়ি দেয়।পথে বোম্বারটি ৬টি ইল্যুইশিন আইএল-৭৬ ট্যাংকারের সাহায্যে তিনবার মিড এয়ার রিফুয়েল করে।
এই বোম্বারটি রাশিয়ান ইংগেলস এয়ারফিল্ড থেকে উড়ে আর্কটিক ও প্রশান্ত মহাসাগর, পূর্ব সাইবেরিয়া ও ব্যারেন্ট সাগর দিয়ে উড়ে আবার ইংগেল এয়ারবেসে ল্যান্ড করে।পথিমধ্যে বিভিন্ন জায়গায় সু-৩৫ ও বিভিন্ন বিদেশী বিমান এটিকে এসকোর্ট করে।এই ট্রিপে পাইলট হিসাবে ছিলো মেজর জেনারেল ওলেগ পছেলা ও লেফটেন্যান্ট কর্নেল সার্গেই ভলতভিস্কি।
এর আগের বিশ্বরেকর্ডটিও (তার ক্যাটেগরি) ছিলো টু-১৬০ ব্ল্যাকজ্যাকের,২০১০ সালে সেটি প্রায় ২৪ ঘন্টা ২৪ মিনিট আকাশে ছিলো।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |