মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ ও তার নামকরণ

 


এয়ারফোর্স ওয়ান।নামের সাথে সাথে চোখের সামনে ভেসে উঠে বর্তমান দুনিয়ার অন্যতম পরাশক্তি ইউনাইটেড স্টেটস অব আমেরিকার রাষ্ট্রপতিকে বহনকারী একটা নীল-সাদা বর্ণ বিমানের নাম।যার প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা অত্যাধুনিক।যার সমকক্ষ বর্তমানকালের অন্য কোনো যাত্রীবাহী বিমান নয়।

কিন্তু,এই বিমানের অফিসিয়াল কল সাইন কেন এয়ারফোর্স ওয়ান হলো?আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেনই বা ১৯৪০ এর দশক থেকেই ব্যক্তিগত বিমান ব্যবহার শুরু করলেন?
মূলত,১৯৪৩ সালে মার্কিন সিক্রেট সার্ভিস সাধারণ কমার্শিয়াল এয়ারক্রাফটে তাদের রাষ্ট্রপতিকে বহনে ঝুঁকি অনুভব করছিলো।আর এই কারণেই তার জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা হয়।
কিন্তু,তখন এই এয়ারক্রাফট এয়ারফোর্স ওয়ান নামে পরিচিত ছিলো না।বরং,এই কলসাইন দেওয়া হয় আরো ১০+ বছর পর,যখন ১৯৪৩ সালে আকাশে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান থাকা অবস্থায় একই কলসাইনধারী দ্বিতীয় একটি বিমান সেই আকাশসীমায় চলে আসে এবং যোগাযোগে সমস্যা তৈরী হয়।এর পরপরই মার্কিন রাষ্ট্রপতির বিশেষ বিমানকে Airforce one কলসাইন প্রদান করা হয়।তখন থেকে যা আজ ও চলে আসছে।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.