চীনের আপকামিং সুপারসনিক HD-1 এন্টি শিপ ক্রুজ মিসাইল
HD -1 মিসাইলের গতি/স্পীড ম্যাক-২.৫ অর্থাৎ শব্দ থেকে আড়াই-গুন গতিসম্পন্ন আর HD -1 মিসাইলে রামজেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার কারনে- HD -1 সুপারসনিক মিসাইলের ম্যানুভার ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। যার ফলে মিসাইল সিস্টেম/এয়ার ডিফেন্স এর জন্য HD -1 মিসাইল-কে ঠেকানো প্রায় অসম্ভব আর যুদ্ধজাহাজের সর্বশেষ ভরসা ciws সিস্টেম অল্প সময়ই পাবে HD -1 মিসাইল-কে ঠেকানোর। HD -1 মিসাইল-কে যুদ্ধজাহাজসহ সামরিক এয়ারক্রাফট থেকে লঞ্চ করা যাবে,এমনকি চলন্ত টার্গেট-কে ধ্বংস করার ক্ষমতা রাখে HD -1 মিসাইল। চীনের type -055 ডেস্ট্রয়ার/ক্রুজারসহ type -52D এবং type -54A ফিগ্রেট থেকে HD -1 মিসাইল লঞ্চ করা যাবে এবং HD -1 মিসাইলে ২০০-৪০০ কে.জি. বিস্ফোরক থাকবে আর উক্ত বিস্ফোরক একটি ১০০০০/১২০০০ টনের ডেস্ট্রয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট। আগামী ২/১ বছরের মধ্যে HD -1 মিসাইল সার্ভিসে আসবে। আর HD -1 মিসাইলের রেঞ্জ ২৯০ কি.মি.
চীন সশস্ত্র বাহিনী অর্থাৎ Guangdong Hongda কোম্পানি যেহেতু রপ্তানি ভার্সন নির্মান করবে- তাই অদূর ভবিষ্যতে বাংলাদেশ নেভি-র যুদ্ধজাহাজে ইনস্টল করলে,আমাদের জন্য গেম-চেঞ্জার হবে HD -1