রক্ষনাবেক্ষণ খাতে তুরুষ্ক বিলিয়ন ডলারের অধিক সাশ্রয় করছে
শুধুমাত্র রক্ষনাবেক্ষণ খাতেই তুরুষ্ক বিলিয়ন ডলারের অধিক সাশ্রয় করছে। তুর্কী বিমান বাহিনী বর্তমানে ২৪০+ আমেরিকার নির্মিত F-16 যুদ্ধবিমান ব্যবহার করছে। মূলত এত পরিমাণের F-16 থাকার কারনে, এর রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক। আর ২৪০+ F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ বা আধুনিক সংস্করন করতে গেলে আমেরিকার কাছে পাঠাতে হবে৷ যার ফলে,অতিরিক্ত বিমান ভাড়ার প্রয়োজন পড়বে। এছাড়া আপগ্রেড করাটাও অনেক খরচ ও সময় সাপেক্ষ। এ সময় বিমান দেশে না থাকলে একটি লুপহোল (Loop hole) তৈরি হবে। সেই সময়ে শত্রু পক্ষের হামলার সুযোগ অনেকটাই বেড়ে যায়। এছাড়াও আমেরিকার কাছে আপগ্রেড করতে গেলে থাকে নানা শর্ত আর জটিলতা।
তুরস্ক F-16 যুদ্ধবিমান ছাড়াও আমেরিকার লকহিড মার্টিনের পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ এর সামরিক সরঞ্জাম নির্মান করে থাকে।
তুরস্ক ছাড়াও দক্ষিণ কোরিয়া নিজেদের F-16 গুলোকে আপগ্রেড করে থাকে।