প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম হামলার নির্দেশ দিলেন বাইডেন
ডোনাল্ড ট্রাম্প কে হারিয়ে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই জল্পনা-কল্পনা চলছিল তার বৈদিশিক ও সামরিক নীতি সম্পর্কে৷ প্রেসিডেন্ট বাইডেন কি করবেন, কোথায় হামলা বজায় রাখবেন আর কোথা থেকে ঘাটি উঠিয়ে সরে পড়বেন তাই ছিল প্রশ্ন। আর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আজকেই প্রথম হামলার নির্দেশ দিলেন।
ঘটনার শুরু গত ১৫ই ফেব্রুয়ারী। আমেরিকান প্রশাসনের মতে 'ইরানের মদদপুষ্ট সিরিয়ান সন্ত্রাসীরা' ইরাকের ইরবিলে অবস্থিত আমেরিকান ঘাটিতে রকেট হামলা চালায়। হামলাতে প্রাণ হারিয়েছে একজন বেসামরিক কন্ট্রাক্টর ও আহত হয়েছে একজন সামরিক বাহিনীর ১ জন সদস্য সহ আরো ৪ বেসামরিক লোক। এছাড়াও রকেট বাগদাদের গ্রীন জোনেও আঘাত হেনেছে। এই গ্রীন জোনের ভেতরে আমেরিকান দূতাবাস ও ছিল।
সেই হামলার জবাবেই গতকাল ২৫ ফেব্রুয়ারী, ইরাকের সীমান্তের কাছে সিরিয়ার পূর্বাচঞ্চলে আমেরিকার সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত তিনটি ট্রাকের একটি কনভয় গুড়িয়ে দেওয়া হয়েছে বলা নিশ্চিত হওয়া গেছে৷ এতে নিহত হয়েছে ১৭ জন। যদিও তারা আসলেই সন্ত্রাসী ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠলেও এর উত্তরে আমেরিকার সামরিক সচীব বলেন, "We know what we hit". অর্থাৎ তারা এই হামলায় কাদের মেরেছে তা নিয়ে তাদের পরিষ্কার ধারণা আছে।
এদিকে ক্ষমতায় এসেই বাইডেন প্রশাসন আফগানিস্তান হতে সৈন্য প্রত্যাহারের সিধান্ত ফিরিয়ে নিয়েছে। সব মিলিয়ে বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের উলটো পথে হাটছে বলেই প্রতীয়মান হচ্ছে।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |