লকহিড সি-১৩০হারকিউলিস বিশ্বে সবচেয়ে বেশি একটিভ থাকা এয়ারক্রাফট
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি একটিভ থাকা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হচ্ছে লকহিড সি-১৩০হারকিউলিস।।বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৮৬৯টি অপারেশনাল সি-১৩০ হারকিউলিস এয়ারক্রাফট রয়েছে।এই পর্যন্ত অন্তত ৩হাজারের কাছাকাছি সি-১৩০ হারকিউলিস এয়ারক্রাফট বানানো হয়েছে।
এটি সর্বপ্রথম ১৯৫৪ সালে আকাশে উড়ে।এর প্রথম ডিজাইনটি মডিফাই করে পরবর্তীতে সুবিধামতো আপগ্রেড করা হয়েছে। এর রয়েছে গানশিপ ভার্সন এসি-১৩০ ও ট্যাংকার ভার্সন কেসি-১৩০।
বাংলাদেশ এয়ারফোর্সের বহরে ৪টি সি-১৩০বি হারকিউলিস ও ব্রিটিশ রয়েল এয়ারফোর্স থেকে কেনা ৫টি সি-১৩০জে সুপার হারকিউলিস রয়েছে। ছবিতে বাংলাদেশ এয়ারফোর্সের সি-১৩০জে সুপার হারকিউলিস।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |