যুদ্ধবিমানের ক্রুজ স্পিড ও সুপারক্রুজ স্পিড কি?
ফাইটার জেট নিয়ে যদি একটু নাড়া চাড়া করেন তাহলেই ক্রুজ স্পিড ও সুপারক্রুজ এ টার্ম দুটো দেখতে পারবেন। সাধারণত টপ স্পিড বলতে বোঝায় একটি ফাইটারের সর্বোচ্চ গতি। প্রশ্ন হলো, ক্রুজ স্পীড কি? তার আগে জেনে নেওয়া যাক আফটারবার্নার সম্পর্কে।
আফটারবার্নার কি?
সহজ ভাষায় বলতে গেলে বিমানের ইঞ্জিনে জ্বালানির প্রবাহমাত্রা বাড়িয়ে দিয়ে ইঞ্জিনের স্বাভাবিক থ্রাস্টের চেয়ে বেশি থ্রাস্ট উৎপন্ন করা হয়। বেশি থ্রাস্টের ফলে বিমান বেশি জোরে চলে। এটাই হলো আফটারবার্নার৷ অনেক সময় ফাইটারের পেছনে দেখবেন একটু বেশি লাল আগুনের মতো আভা৷ অর্থাৎ বিমানটি আফটারবার্নার ব্যবহার করছে।
কিন্তু আফটারবার্নার ব্যবহার করে বেশি গতিবেগ তুলতে হলে প্রচুর জ্বালানী খরচ হয়। আর সবসময় এত বেশি জ্বালানী প্রবাহ চালু রাখলে খুব দ্রুত জ্বালানী ট্যাংক খালি হয়ে যাবে যা মোটেও সাশ্রয়ী নয়৷
সাধারণত একট ডাবল ইঞ্জিন ফাইটার তার জ্বালানী দিয়ে সর্বোচ্চ ১০-১১ মিনিট আফটারবার্ণার ব্যবহার করতে পারেন। একইসাথে ইঞ্জিনের উপরেও চাপ পড়বে এবং ইঞ্জিনের লাইফস্প্যান দ্রুত শেষ হয়। এজন্য নিয়ম অনুযায়ী পাইলট চেষ্টা করে টেক অফের পরে নির্দিষ্ট উচ্চতা ও গতিপথে এসে আফটারবার্নার ব্যবহার না করেই ফাইটারটিকে চালিয়ে নিতে।
ক্রুজ স্পিড কি?
আফটারবার্নার ব্যবহার না করে ইঞ্জিনের স্বাভাবিক অবস্থায় যে সর্বোচ্চ গতিতে বিমান চলতে পারে তাই হলো ক্রুজ স্পিড। একটি ফাইটারের ক্রুজ স্পিড যত বেশি হবে, ফাইটারটি তত সাশ্রয়ী হবে এবং কম তেলে অধিক দূরত্ব দ্রুত পাড়ি দিতে পারবে।
একটা উদাহরণ দিলে ব্যাপারটা সহজ হবে। মার্কিন এফ-২২ এর সর্বোচ্চ গতি হচ্ছে মাক ২.২৫। অর্থাৎ শব্দের গতির ২.২৫ গুণ গতিতে এটি চলতে পারে। (ঘন্টায় ২,৪১৪ কিমি) আর এর ক্রুজ স্পিড হচ্ছে মাক ১.৬৷ (ঘন্টায় ১৯৬৩ কিমি) অর্থাৎ আফটারবার্ণার চালু না রেখেই প্রয়োজনে এফ-২২ ঘন্টায় ১৯৬৩ কিমি চলতে পারে।
মাল্টিরোল ফাইটারের মাঝে বিশ্বের সেরা ক্রুজ স্পিড হিসেবে এটিকেই ধরা হয়। যদিও ইন্টারসেপ্টরের ক্রুজ স্পিড আরো বেশি! যেমন মিগ-২৫, মিগ-৩১। আর কোন বিমানের ক্রুজ স্পিড যদি সুপারসনিক অর্থাৎ নূন্যতম শব্দের বেগের চেয়ে বেশি হয় (ঘন্টায় ১২৩৪.৮ কিমি) তবে সেই বিমানের স্পিডকে 'সুপারক্রুজ' বলে সম্বোধন করা হয়৷
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |