টেস্ট ফ্লাইট চলাকালে অদ্ভুত এক দূর্ঘটনা

 


এই ছবিতে ৩ জন ভাগ্যবান ব্যক্তি আছেন। প্রথমত, ছবির পেছনের ক্যামেরাম্যান যিনি অবিস্মরণীয় মুহূর্তটির ছবি তুলতে পেরেছেন। দ্বিতীয়ত এই র্যান্ডম ট্রাক্টর চালক যিনি এ মুহুর্তটি দেখতে পেরেছেন এবং সবশেষে পাইলট সাহেব, যিনি এত অল্প উচ্চতায় ইজেক্ট করা সত্ত্বেও বেচে গিয়েছেন।

তবে তাদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে ভাগ্যবান ইংরেজ টেস্ট পাইলট George Aird। ১৯৬২ সালে English Electric Lightening F1 ইন্টারসেপ্টরের টেস্ট ফ্লাইট চলাকালে এই দূর্ঘটনা ঘটে। এত অল্প উচ্চতায় তার প্যারাসুটটি পুরোপুরি খোলার সময় পায় নি। সৌভাগ্যবশত তিনি ঠিক নিচে টমেটো চাষের কিছু গ্রীনহাউজের উপর গিয়ে পরেন। গুরুতর ভাবে আহত হলেও, শেষ পর্যন্ত বেচে যান জর্জ সাহেব।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.