রাশিয়ার KA-52 এলিগেটর মাল্টিরোল এট্যাক হেলিকপ্টার

 


সাধারণত ডেডিকেটেড এট্যাক হেলিকপ্টারগুলো গ্রাউন্ড এট্যাকের জন্য এন্টি ট্যাংক মিসাইল, রকেট ও ডিফল্ট মেশিনগান বহন করে। ক্ষেত্র বিশেষে সেটা নিজের প্রটেকশনের জন্য শর্টরেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল ও কোনো কোনো হেলিকপ্টার বহন করে। এগুলো দিয়ে শত্রুর হেলিকপ্টার/ড্রোন (বেশি স্বপ্ন দেখলে যুদ্ধবিমানও) ফেলে দিতে পারবে। কিন্তু রাশিয়ার KA-52 এলিগেটর হেলিকপ্টারের এমন কিছু সক্ষমতা রয়েছে যা একে মাল্টিরোল হেলিকপ্টারের মর্যাদা দিয়েছে।

😅

এতে ছয়টি হার্ডপয়েন্ট রয়েছে যা এট্যাক হেলিকপ্টারের মধ্যে সর্বোচ্চ। এই কথার বিরোধিতা করে আপনি হয়তো মার্কিন এপাচি হেলিকপ্টার D/E ভার্সনের কথা বলতে পারেন। সেটির উইংটিপে A2A মিসাইল লাগানো যায়। একে যদি হার্ডপয়েন্ট হিসাব করেন তবে এলিগেটরের হার্ডপয়েন্ট ৮টি!! সব মিলিয়ে এটি ২০০০ কেজি অস্ত্র বহন করতে পারে যা মিগ-২১ যুদ্ধবিমানের সমান। বর্তমান যুগের এডভান্স জেট ট্রেইনারগুলোর সমান/বেশি সক্ষমতার অস্ত্র এই হেলিকপ্টার বহন করতে পারে।


KA-52 এলিগেটর মাল্টিরোল এট্যাক হেলিকপ্টার এর অস্ত্রশস্ত্র :
-একটি ৩০ এমএম ক্যানন (৪৬০ রাউন্ড AP অথবা HE-Frag রাউন্ড)
-৪টি পডে ৮০ টি এস-৮ রকেট অথবা ৪টি পডে ২০টি এস-১৩ রকেট নিতে পারে।
-দুটি APU-6 মিসাইল র্যাক। একটি র্যাকে ৬টি করে মোট ১২টি 9K121 Vikhr এন্টি ট্যাংক গাইডেড মিসাইল, অথবা R-73 এয়ার টু এয়ার মিসাইল(!) অথবা Kh-25 সেমি এক্টিভ লেজার গাইডেড এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করা যায়।
এরকম ফিচার অন্যান্য এট্যাক হেলিকপ্টারেও আছে। এর বাইরে
-৪টি ২৫০ কেজির বোমা
-অথবা দুটি ৫০০ কেজির বোমা বহন করা যায়। (MI সিরিজের হেলিতেও করা যায়)।
-এছাড়া এক্সট্রা মেশিনগান লাগলে ৪টি ২৩ এমএম UPK-23-250 গান পড নেয়া যায় (২৪০ রাউন্ড প্রত্যেকটি)
-৫০০ লিটারের সর্বোচ্চ চারটি এক্সট্রা ফুয়েল ট্যাংক নেয়া যায়।
-এর ডানার শেষ মাথায় অর্থাৎ উইংটিপে দুটো ইলেকট্রনিক কাউন্টারমেজার পড ডিফল্টভাবে থাকে সবসময়। দরকার হলে সেটি বাদ ইগলা ম্যানপ্যাড মিসাইল এর দুটি করে মোট চারটি লঞ্চার লাগানো যায় যা শর্টরেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে কাজ করবে।
এক্সট্রা কিছু ফিচার আছে বলে মাল্টিরোল বলে ফেললাম?
জ্বী না ভাই, এট্যাক হেলিকপ্টার সাধারণত ম্যারিটাইম স্ট্রাইক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা হয় না। কিন্তু KA-52K ভার্শন তৈরি করা হয়েছে রাশিয়ান নেভির জন্য।

এতে দুটো সাবসনিক Kh-35 এন্টিশিপ মিসাইল লাগানো যায়। এটির রেঞ্জ ভার্শনভেদে ১৩০ থেকে ৩০০ কিলোমিটার। তবে এই হেলিকপ্টারে দুটো ১৩০ কিঃমিঃ রেঞ্জের মিসাইল লাগানো যায়।

ম্যাক ০.৯৫ গতি নিয়ে পানির মাত্র ৪ মিটার উপর দিয়ে ফ্লাই করে এটি ১৪৫ কেজি ওয়ারহেড নিয়ে শত্রুর যুদ্ধজাহাজের উপর আছড়ে পড়তে সক্ষম। এলিগেটর ঘন্টায় সর্বোচ্চ ৩১৫ কিঃমিঃ তুলতে পারে। এটি ৪৭০ কিঃমিঃ দূরে গিয়ে অপারেশন চালাতে সক্ষম যা ৪টি ফুয়েল ট্যাংক লাগালে ১১৬০ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পায়! এছাড়া এই হেলিকপ্টারে যুদ্ধবিমানের ন্যায় ইজেকশন সুবিধা রয়েছে। সব মিলিয়ে এলিগেটর বর্তমান সময়ের অন্যতম সেরা এট্যাক হেলিকপ্টার।
লেখা: আধুনিক সমরাস্ত্র অবলম্বনে এমআরনাইন

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.