রাশিয়ান মিগ-৩৫ এর OLS-K ইলেক্ট্রোঅপ্টিকাল টার্গেটিং পড


রাশিয়ান মিগ-৩৫ তে রয়েছে OLS-K ইলেক্ট্রোঅপ্টিকাল টার্গেটিং পড। মার্কিন যুদ্ধবিমানগুলোতে সাধারণত হার্ডপয়েন্টে বাড়তি টার্গেটিং পড ব্যাবহার করা হয় যার ফলে অস্ত্র কম নিতে হয়। মিগ-৩৫ এর এই সমস্যা নেই, এটির ইঞ্জিনের নিচে শুধুমাত্র পড লাগানোর জন্য এই পয়েন্টটি যোগ করা হয়েছে।

এতে রয়েছে লেজার রেঞ্জফাইন্ডার ও ডেজিগনেটর যা দিয়ে নিখুঁতভাবে টার্গেট মার্কিং ও দূরত্ব নির্ণয় করা যায়। এছাড়া লেজার গাইডেড মিসাইল ও বোমাকে গাইড করা যায়। এটি প্রায় ২০ কি.মি. দূর থেকে গ্রাউন্ড টার্গেট ও ৪০ কি.মি দূর থেকে নেভাল টার্গেট ডিটেক্ট করতে সক্ষম।

দাঁড়ান, রেঞ্জ কম দেখে ভ্রূ কুঁচকে গেছে?
আরে ভাই, এটি তো রাডার নয়। লেজার গাইডেড বোমা/মিসাইল গাইড করার কাজে ব্যবহার হয়। মিগ-৩৫ এর লেজার গাইডেড বোমাগুলো ৫-১৭ কি.মি ও মিসাইল ৪০ কি.মি হয়ে থাকে।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.