মার্কিন এয়ারফোর্স তাদের প্রথম F-15EX যুদ্ধবিমানের ডেলিভারি পেয়েছে

 

F-15EX

মার্কিন এয়ারফোর্স তাদের প্রথম F-15EX যুদ্ধবিমানের ডেলিভারি পেয়েছে। গত ১১ মার্চ বোয়িং কোম্পানি সেমি স্টিলথ ফিচারের ফাইটার যুদ্ধবিমানের ডেলিভারি প্রদান করে। আগামী মাসে ২য় যুদ্ধবিমানটি ডেলিভারি দেয়া হবে।

F-15EX


গত বছর ইউএস এয়ারফোর্স প্রাথমিকভাবে ১ বিলিয়ন ডলারে ৮টি F-15EX স্টিলথ ফিচারের ফাইটার যুদ্ধবিমান কেনার চুক্তি করে। ২০৩০ সালের মধ্যে ১৪৪টি বিমান সার্ভিসে রাখবে। এই ভার্শনের এফ-১৫ গুলো যেন মিসাইলের গুদাম। এটি সর্বোচ্চ ২২ টি এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে!!

Powered by Blogger.