সার্বিয়ার ডিজাইনকৃত Nora B-52 সেল্ফ প্রোপেল্ড আর্টিলারি

Nora B-52 সার্বিয়ার ডিজাইন করা একটি সেল্ফ প্রোপেল্ড আর্টিলারি। অর্থাৎ এটির নিজস্ব প্রোপালশন সিস্টেম রয়েছে যার সাহায্যে এটি টারগেটের দিকে ম্যানুভার করতে পারে। এটি একটি অত্যন্ত কার্যকর আধুনিক আর্টিলারি সিস্টেম।

❇❇Nora B-52 দৈর্ঘ্যে এবং প্রস্থে যথাক্রমে ১১০০০ এবং ২৯৫০ মিলিমিটার। উচ্চতায় এটি ৩৪৫০ মিলিমিটার এবং ওজনে এটি ৩৪টন। এটি অপারেট করতে সাধারণত ৩-৫জনের ক্রু-মেন দরকার হয়। এটি বহন করার জন্য ব্যবহার লরা হয় একটি ৪১০ হর্সপাওয়ারের টারবো ডিজেল ইঞ্জিন। এটিতে রয়েছে ৮×৮ অফ-রোড ট্র্যাক সাসপেনশন সিস্টেম। এর অপারেশনাল রেঞ্জ ১০০০কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০কিলোমিটার।

❇ B-52 এর এলিভেশন -৩° থেকে সর্বোচ্চ ৬৫° পর্যন্ত এডজাস্ট করা যায়। এটির গান লেইয়িং অ্যাঙ্গেল ৬০°। এটির মেইনগান সর্বোচ্চ ৫৬ কিলোমিটার দূরত্বের টারগেটে আঘাত হানতে পারে। ভার্শনের উপর নির্ভর করে Nora B-52 মিনিটে ৬-১২টি রাউন্ড ফায়ার করতে সক্ষম। তবে প্রথম ৩ রাউন্ড ফায়ার করতে ২০সেকেন্ড সময় নেয়।

❇❇ B-52 একটি ১৫৫মিলিমিটার হাওউইতজার। অর্থাৎ এতে মেইনগান হিসেবে রয়েছে ১৫৫ মিলিমিটার ক্যানন। সেকেন্ডারি আর্মানেন্ট হিসেবে এতে একটি ৭.৬২মিলিমিটার মেশিনগান রয়েছে। প্রয়োজনে এতে একটি ১২.৭মিলিমিটার বা .50 ক্যালিবার RCWS (Remote Controlled Weapon System) ইনস্টল করা সম্ভব।

❇❇Nora-B52 ২০০৬সাল হতে সার্বিয়ার কমপ্লেক্স ব্যাটল সিস্টেম ফ্যাকটরিতে তৈরি হয়ে আসছে। এই আর্টিলারি পিস হোম কান্ট্রি সার্বিয়া এবং বাংলাদেশ সহ বিশ্বের মোট ৬টি দেশ ব্যবহার করে আসছে। এটির প্রতি ইউনিট দাম আনুমানিক ০.৭মিলিয়ন ডলার বা ৭লাখ ডলার।


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR
Powered by Blogger.