রাশিয়ান সোভিয়েত আমলের যুদ্ধজাহাজগুলোর বেশি ধোয়া ছাড়ার কারন

রাশিয়ান সোভিয়েত আমলের যুদ্ধজাহাজ

রাশিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার 'এডমিরাল কুজনেতসভ' সহ সোভিয়েত আমলের বেশ কিছু যুদ্ধজাহাজ এত ধোঁয়া ছাড়ে যে কয়েক মাইল দূর কালো ধোঁয়া দেখে খালি চোখেই যুদ্ধজাহাজ শনাক্ত করা যায়, রাডার লাগেনা!

এত কালো ধোঁয়া নির্গত করার মুল কারণ 'মাজুত' নামক খুবই ঘন, ভারী ও নিম্নমানের ফুয়েল। এটি ভাঙলে উপজাত হিসেবে ডিজেল পাওয়া যায় যা আবার উন্নতমানের জ্বালানি। যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলোতে মাজুত দিয়ে বিদ্যুৎকেন্দ্র চালানো হয়।

রাশিয়ান সোভিয়েত আমলের যুদ্ধজাহাজ
রাশিয়াসহ শীতপ্রধান বলকান অঞ্চলে এটি দিয়ে বাসাবাড়িতে হিটার চালানো হয়। সালফারের মাত্রা বেশি থাকায় মাজুত নিম্নমানের ফুয়েল হিসেবে বিবেচিত হয়। তবে এর এনার্জি ভ্যালু বেশি ও দাম কম থাকায় বড় বড় বয়লারভিত্তিক স্টিম এনার্জি প্ল্যান্ট (যেমন জাহাজে) ব্যবহৃত হয়।

রাশিয়ান সোভিয়েত আমলের যুদ্ধজাহাজ


এছাড়া ঘনত্ব বেশি থাকায় একে বয়লারে পাতলা করে ব্যবহার করা হয়। ফলে অল্প তেলে বেশি আউটপুট পাওয়া যায়। প্রথমদিকে এসব জাহাজ এত বেশি ধোঁয়া নির্গত করতো না। সোভিয়েত যুগের শেষদিকে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ আপগ্রেড করার সময় ব্যাপক দুর্নীতি হয়। কুজনেতসভের বয়লারের পাইপগুলো খুবই নিম্নমানের ছিল যা ইঞ্জিনে খুবই ঘন অবস্থায় মাজুত সাপ্লাই দিতো।

রাশিয়ান সোভিয়েত আমলের যুদ্ধজাহাজ


এই উচ্চ ঘনমাত্রার জ্বালানির সবটুকু পোড়ানো সম্ভব হয়না বলে জাহাজতি ব্যাপক কালো ধোঁয়া নির্গমন করে। ধোঁয়ার মাত্রা এতো বেশি যে ন্যাটোর মিলিটারি স্যাটেলাইটগুলো তাদের স্ক্রিনে একে ঠিকমতো দেখতে পায় না। বর্তমানে কুজনেতসভকে আপগ্রেড করার কাজ চলছে। রাশিয়া
জানিয়েছে ভবিষ্যতে আর পরিবেশের বারোটা বাজাবে না এই জাহাজটি।


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR
Powered by Blogger.