রাশিয়ান সোভিয়েত আমলের যুদ্ধজাহাজগুলোর বেশি ধোয়া ছাড়ার কারন
রাশিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার 'এডমিরাল কুজনেতসভ' সহ সোভিয়েত আমলের বেশ কিছু যুদ্ধজাহাজ এত ধোঁয়া ছাড়ে যে কয়েক মাইল দূর কালো ধোঁয়া দেখে খালি চোখেই যুদ্ধজাহাজ শনাক্ত করা যায়, রাডার লাগেনা!
এত কালো ধোঁয়া নির্গত করার মুল কারণ 'মাজুত' নামক খুবই ঘন, ভারী ও নিম্নমানের ফুয়েল। এটি ভাঙলে উপজাত হিসেবে ডিজেল পাওয়া যায় যা আবার উন্নতমানের জ্বালানি। যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলোতে মাজুত দিয়ে বিদ্যুৎকেন্দ্র চালানো হয়।
রাশিয়াসহ শীতপ্রধান বলকান অঞ্চলে এটি দিয়ে বাসাবাড়িতে হিটার চালানো হয়। সালফারের মাত্রা বেশি থাকায় মাজুত নিম্নমানের ফুয়েল হিসেবে বিবেচিত হয়। তবে এর এনার্জি ভ্যালু বেশি ও দাম কম থাকায় বড় বড় বয়লারভিত্তিক স্টিম এনার্জি প্ল্যান্ট (যেমন জাহাজে) ব্যবহৃত হয়।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল► Shohan MonsteR |