কন্টেইনার বোঝাই জাহাজের উপরে বিমানের ল‌্যান্ডিং

 

Harrier Fighter Jet

ফুয়েল শেষের পথে, এয়ারক্রাফট ক্যারিয়ার এর কোন নাগাল নেই। তাই পাইলট সাহেব নেমে পড়লেন কন্টেইনার বোঝাই জাহাজের উপরে।

এই অদ্ভুত ঘটনা ঘটে ১৯৮৩ সালে, উত্তর আটলান্টিক সাগরের পর্তুগাল কোষ্টে এক নৌ মহড়ায়। ঘটনার দিন রাজকীয় নৌবাহিনীর HMS Illustrious থেকে মহড়ার অংশ হিসেবে ২টি Harrier Fighter Jet ফ্রান্সের ১টি Aircraft Carrier খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়। এয়ারক্রাফট দুটির ভেতর একটি ২৫ বছর বয়সী অনভিজ্ঞ পাইলট Sublieutenant Ian Watson অপারেট করছিলেন। যেহেতু মহড়াটি Cmbat condition এ চলছিল, তাই দুই পাইলটই রেডিও সাইলেন্স ও রাডার অফ করে রেখেছিলেন। উড্ডয়নের পর পর ই দুটি ফাইটার ভিন্ন দিকে চলে যায় এবং একটা নির্দিষ্ট আল্টিটিউডে পৌঁছে ফ্রেঞ্চ জাহাজটি কে খুঁজতে থাকে।
সার্চ মিশন শেষ করে সে সিদ্ধান্ত নেয় HMS Illustrious এ ফিরে যাবার, আর তাই তার রাডার, রেডিওসহ সকল কমিউনিকেশন ইকুইপমেন্ট অন করে যোগাযোগ করার জন্য, কিন্তু কোন সারা পায়না কেননা এতোটাই দূরে চলে এসেছিলো যে HMS Illustrious এর সাথে কোন প্রকারের যোগাযোগ সম্ভব ছিল না।
ঠিক সেইসময় ওয়াটসন এক ভয়ানক সমস্যা খেয়াল করলেন। তার বিমানের ফুয়েল শেষের পথে। তাই সে দ্রুত পশ্চিম দিক বরাবর উড়া শুরু করে যতক্ষণ না তার রাডারে কোন ব্লিপ দেখা যাচ্ছে। একসময় সে ক্যানারি আইল্যান্ড এর কাছে Alraigo নামক এক স্প্যানিশ কন্টেইনার জাহাজের সন্ধান পায়।
প্রথমে শিপের কাছে গিয়ে ইজেক্ট করার কথা ভাবলেও, পরে সিদ্ধান্ত নিলেন যে শিপের ডেকেই ল্যান্ড করবেন। হ্যারিয়ার জেটটি Vertical Take-off Landing করতে সক্ষম বিধায় এ হেন কর্ম সাধন করতে পেরেছিলেন। অন্য কোনো বিমান হলে তা সম্ভব হত না।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

 

Powered by Blogger.