ভারতের বহরে তৃতীয় স্করপিয়ন ক্লাস সাবমেরিন
ভারত তাদের বহরে তৃতীয় স্করপিয়ন ক্লাস সাবমেরিন যোগ করেছে। একে INS Karanj নামকরণ করা হয়েছে যা পূর্বের সোভিয়েত ফক্সট্রট ক্লাসের উত্তরসূরি। ২০০৫ সালে কালভারি ক্লাস নামে ফরাসি এই সাবমেরিনটির T.O.T নেয় ভারত। মুম্বাই ডকইয়ার্ডে তৈরি হওয়া ৬টি সাবমেরিনের প্রতিটির দাম পড়বে ৫০০ মিলিয়ন ডলার। একটি নির্মাণাধীন ও দুটি সাবমেরিন সি ট্রায়ালে আছে।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |