ভারতের বহরে তৃতীয় স্করপিয়ন ক্লাস সাবমেরিন

 

ভারতের সাবমেরিন

ভারত তাদের বহরে তৃতীয় স্করপিয়ন ক্লাস সাবমেরিন যোগ করেছে। একে INS Karanj নামকরণ করা হয়েছে যা পূর্বের সোভিয়েত ফক্সট্রট ক্লাসের উত্তরসূরি। ২০০৫ সালে কালভারি ক্লাস নামে ফরাসি এই সাবমেরিনটির T.O.T নেয় ভারত। মুম্বাই ডকইয়ার্ডে তৈরি হওয়া ৬টি সাবমেরিনের প্রতিটির দাম পড়বে ৫০০ মিলিয়ন ডলার। একটি নির্মাণাধীন ও দুটি সাবমেরিন সি ট্রায়ালে আছে।


ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনগুলোর ওজন ১৬১৫ টন। এতে ৬টি ৫৩৩ মিলিমিটার টর্পেডো টিউব রয়েছে। এতে ৩০টি নেভাল মাইন, ১৮টি টর্পেডো, এক্সোসেট এন্টিশিপ মিসাইল বহন করা যায়। এছাড়া এন্টি টর্পেডো কাউন্টারমেজার রয়েছে। AIP সিস্টেম থাকায় ফ্রেঞ্চ স্করপিয়ন ক্লাসের সাবমেরিনগুলো টানা ২১ দিন পানির নিচে সহ ৫০ দিন সাগরে ১২,০০০ কিঃমিঃ দূরে গিয়ে অপারেশন চালাতে পারে।

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR
Powered by Blogger.