রাশান R-36M2 আইসিবিএম

 

রাশান R-36M2 আইসিবিএম

♦রাশান R-36M2 আইসিবিএম ১০ টি থার্মো নিউক্লিয়ার ওয়ারহেড বহন করে। যেগুলোর মোট ধ্বংস ক্ষমতা ১০ মেগাটন টিএনটির সমান।

♦জাপানের হিরোশিমায় ফেলা বোমা (লিটল বয়) থেকে যার ধ্বংস ক্ষমতা ৭১৪+ গুণেরও বেশি। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সকল বিস্ফোরক এক জায়গায় বিস্ফোরণ করলে যে পরিমাণ ধ্বংস করবে তার থেকেও এর ধ্বংস ক্ষমতা ২ গুণ বেশি।


♦সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) R-36 এর R-36M2 ভার্সন সার্ভিসে আনে ১৯৮৮ সালে। এটির ভর ২১১.১ টন। দৈর্ঘ্য ৩৬.৩ মিটার এবং ব্যাস ৩ মিটার। এছাড়া এর রেঞ্জ ১১,০০০ কিলোমিটার।

♦রাশিয়ার কাছে এইরকম মিসাইলের সংখ্যা ১০৪ টি। সবগুলোর ধ্বংস ক্ষমতা হিসাব করলে দেখা যায় ১০৪০ মেগাটন।

Powered by Blogger.