দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুসজ্জিত জাপানিজ সামরিক শক্তি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানিজ নেভি ছিলো বিশ্বে তৃতীয় শক্তিশালী নেভি ও তাদের নেভাল এভিয়েশন বিমান বাহিনী ছিল বিশ্বের সেরা সুসজ্জিত বিমান বাহিনী।।
তাদের নেভির সাহায্যে তারা আমেরিকা,ব্রিটেন,অস্ট্রেলিয়ার সাথে সমানতালে লড়ে গিয়েছিলো।মূলত মিডওয়েতে আমেরিকার কাছে পরাজয়ের আগ পর্যন্ত জাপান ছিলো বিশ্বের অন্যতম শক্তিশালী নেভাল পাওয়ার।
চলুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানের থাকা যুদ্ধজাহাজগুলার তালিকা দেখে নেওয়া যাক:
সেসময়ে তাদের টোটাল ৬৪৫টা জাহাজ ছিলো
-১২টা ব্যাটলশিপ(আইজেএন নাগাতো বাদে)
-১৫টা ফ্লিট ক্যারিয়ার
-৫টা লাইট ক্যারিয়ার
-৫টা এসকোর্ট ক্যারিয়ার
-১৮টা হেভি ক্রুজার
-২৫টা লাইট ক্রুজার
-১৬৯টা ডেস্ট্রয়ার
-১৮০টা ডেস্ট্রয়ার এসকোর্ট
-১২টা টর্পেডো বোট
-৯টা গানবোট
-১৯৫টা সাবমেরিন
যুদ্ধে জাপানিজ ইমপেরিয়াল আর্মির ৩৩৪টি জাহাজ ও ৩লাখের বেশি সেনা নিহত হয়।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল► Shohan MonsteR |