মার্কিন এফ-১০৫ থান্ডারশেফ সিংগেল সিটের সবচেয়ে বড় ফাইটার
মার্কিন এফ-১০৫ থান্ডারশেফ এখন পর্যন্ত বানানো সিংগেল ইঞ্জিন ও সিংগেল সিটের ফাইটারগুলার মধ্যে বানানো সবচেয়ে বড় এয়ারক্রাফট।।১৯৫৮ সালে সার্ভিসে এসে ১৯৮৪ সাল পর্যন্ত আমেরিকান এয়ারফোর্সে এক্টিভ থাকা এই বিমানগুলা মোট ৬৪০০কেজি পেলোড বহনে সক্ষম ছিল।
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক হেভি বোম্বার যেমন বি-১৭ ও বি-২৪ থেকেও বেশি পেলোড বহনে সক্ষম।।মূলত এটাক এয়ারক্রাফট হলেও ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামী মিগের বিরুদ্ধে এর ২৮টি এয়ার টু এয়ার কিল আছে,ভিয়েতনামের দাবিমতে তারা ১৭টি এফ-১০৫ শ্যুট করেছিলো।।
এই মডেলের মোট ৮৩৩টি বিমান বানানো হয়েছিলো।
নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ্যান পেইজে- Click here
সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ্যানেল ► Shohan MonsteR |