এস-৪০০ মিসাইল সিস্টেমকে যে কারনে সেরা বলা হয়

 


এস-৪০০ মিসাইল সিস্টেমকে সেরা বলার পিছনে এর ক্রেডিট অনেকটা রাডারকেই দিতে হয়।কেননা এর রাডারকে ডিকয় মিসাইল দিয়েও বোকা বানানো অসম্ভবও বটে।এর রাডার হিসাবে রয়েছে 91N6 এস-ব্যান্ড রাডার।যার ন্যাটো নেম বিগ বার্ড ও এটির সর্বোচ্চ ডিটেকশন রেন্জ ৬০০ কিলোমিটার।এটিকে জ্যামিং প্রোব বলার কারণ হচ্ছে অন্য রাডার গুলো যেখানে প্রথম বারই সিগনাল গ্রহন করে সে ক্ষেত্রে এস-৪০০ এর রাডার তা গ্রহন করে না।

বিগ বার্ডে বা এস-৪০০ রাডারে যদি কোন সিগনাল আসে তাহলে রাডার সরাসরি সিগনাল গ্রহন না করে এস-৪০০ রাডার তিনবার তার মাদার সিগনালের সাথে মিলিয়ে দেখে চেক করে।আর সাথে ব্যাকআপ রাডার'ত রয়েছে । যদি মাদার সিগনালের সাথে মিলে তাহলে গ্রহন করে।

আপনি যদি ডিকয় দিয়ে এটিকে ধোঁকা দিতে চান তাহলে আপনাকে কমপক্ষে ২০০ কিলোমিটারের ভিতরে আসতে হবে।যেটা পুরো রাডার রেঞ্জের মধ্যে পড়ে।আর ডিকয় যে কাজ করবে তারও কোন গ্যারান্টি নাই।এটা অনেকটা বড়ছি দিয়ে মাছ ধরার মত।মাছ কি আদৌ আসবে তা আপনি জানেন। আর ডিকয় খুবই ব্যায়বহুল।

Powered by Blogger.