বাংলাদেশ এয়ারফোর্সের কে-৮ডব্লিউ বিমানের রকেট ফায়ারিং

 



বাংলাদেশ এয়ারফোর্সের কে-৮ডব্লিউ ইন্টারমিডিয়েট জেট ট্রেইনার বিমানের রকেট ফায়ারিং! একজন পাইলটকে মূল ধারার যুদ্ধবিমান চালানোর আগে বেসিক ট্রেইনার বিমানের পর জেট ট্রেইনার চালাতে হয়। এধরনের বিমান স্বল্প থেকে মাঝারি মানের গ্রাউন্ড এট্যাকে দারুন পারদর্শী।


কে-৮ডব্লিউ তার ৫টি হার্ডপয়েন্টে সর্বোচ্চ ১ হাজার কেজির অস্ত্র বহন করতে পারে। এটি সর্বোচ্চ ২৪টি ৫৭ এমএম হাই-এক্সপ্লোসিভ রকেট বহন করতে পারে। এছাড়া ২০০ এবং ২৫০ কেজির যথাক্রমে ৫ ও ৪টি বোমা বহন করতে পারে। এছাড়া ৮০ গ্যালন (৩০০+ লিটার) এর দুটো এক্সট্রা ফুয়েল ট্যাংক নিতে পারে।ফলে এর কমব্যাট রেঞ্জ ২২৫০ কিঃমিঃ থেকে আরো বাড়ানো সম্ভব।

নিজের নিরাপত্তার জন্য শর্টরেঞ্জ ২টি ১৪/১৮ কিঃমিঃ রেঞ্জের এয়ার-টু-এয়ার মিসাইল নিতে পারে।এছাড়া মাঝের হার্ডপয়েন্টে এক্সট্রা ২৩ এমএম এর মেশিনগান পড লাগানো সম্ভব যা ঠেকায় পড়লে ডগফাইটে ব্যবহার করতে পারবে (যদিও এর সম্ভাবনা নেই,জাস্ট এর সক্ষমতা বললাম)।
আমাদের এফ-৭ সিরিজের বেশ কিছু অস্ত্র কে-৮ডব্লিউ তে ব্যবহার করা সম্ভব।
গতি ম্যাক ০.৭৫ অর্থাৎ সাবসনিক। জেট ট্রেইনারে এর প্রথাগত যুদ্ধবিমানের মত উড়াধুরা স্পিড থাকেনা (দরকারও নেই)

নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here


সাবস্ক্রাইব করুন এডমিন ইউটিউব চ‌্যানেল ►  Shohan MonsteR

Powered by Blogger.