পাশাপাশি টাইফুন ক্লাস ও আকুলা ক্লাস সাবমেরিন

 

টাইফুন ক্লাস ও আকুলা ক্লাস সাবমেরিন

আপনারা অনেকেই এটিকে একই সাবমেরিন হিসেবে চেনেন৷ ছবিতে বামে যে সাবমেরিনটি দেখতে পারছেন সেটি হল পৃথিবীর সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলবাহী সাবমেরিন আকুলা বা টাইফুন। (এটি পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ও বটে) ভাসমান অবস্থায় এর ডিসপ্লেসমেন্ট ২৪০০০টন এবং ডুবে থাকা অবস্থায় এর ডিসপ্লেসমেন্ট ৪৮০০০ টন! বহন করতে পারে একসাথে ২০ টি RSM-52 BULAVA ব্যালিস্টিক মিসাইল যার একটিই কিনা যেকোনো দেশের উপরে ভয়াবহ দুর্ভাগ্য ডেকে আনতে যথেষ্ট। সে যাই হোক এই আকুলা ক্লাসকে কিন্তু অনেকেই আরেক আকুলা ক্লাসের সাথে গুলিয়ে ফেলে। তবে আসলে সেই সাবমেরিনটির নাম আকুলা নয় বরং shchuka ক্লাস।

এখানে কনফিউশনটি আসলে তৈরি হয় সাবমেরিন দুটির রাশিয়ান ডেজিগনেশন এবং ন্যাটো কোড নেমের মধ্যে। সবচেয়ে বড় যে সাবমেরিনটি তার প্রজেক্ট কোড হচ্ছে project 941. এর রাশিয়ান ডেজিগনেশন 'আকুলা' বা শার্ক। যার বাংলা অর্থ হাঙর। আর এর ন্যাটো কোডনেম হল 'typhoon' আবার অপরদিকে অপর যে সাবমেরিনটির সাথে একে গুলিয়ে ফেলা হয়৷ সেটাও রাশিয়ান সাবমেরিন যার প্রজেক্ট কোড project 971 যার রাশিয়ান ডেজিগনেশন 'Shchuka' এবং ন্যাটো কোড নেম 'Akula' অর্থাৎ এখানে project 941 এর রাশিয়ান ডেজিগনেশন এর সাথে project 971. এর ন্যাটো কোড নেম মিলে গেছে।


মূলত এখানেই কনফিউশনটি তৈরি হয়। তবে এ দুটি সাবমেরিনের সবচেয়ে বড় পার্থক্য হল project 941 হল একটি SSBN অপরদিকে project 971 হল একটি SSN। যাই হোক কোনটিকে কোন নামে ডাকবেন সেটি আপনার ব্যাপার। কারণ যাহা লাউ তাহাই কদু।


নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR
Powered by Blogger.