মার্কিন এফ-২২ রাপ্টর মেইনটেইনস ব্যাবস্থা সবচেয়ে জটিল ও সময়সাপেক্ষ

মার্কিন এফ-২২ রাপ্টর


মার্কিন এফ-২২ রাপ্টর যেমন অন্যান্য ফাইটার থেকে একযুগ এগিয়ে এর মেইনটেইনস ব্যাবস্থাও ঠিক তেমন জটিল। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮৭টি এফ-২২ সার্ভিসে থাকলেও সবগুলো কিন্তু একসাথে সার্ভিসে থাকার উপযোগী না।

কেননা একটা একটা রাপ্টর কোন অপারেশন পরিচালনার পর মেইনটেইন্সের জন্য ২৮-৩০ ঘন্টা প্রয়েজন হয়।যেখানে এফ-১৫, এফ-১৬ কে ৫ ঘন্টা ও ৪ ঘন্টা পর পুনরায় অপারেশনে পাঠাতে পারে।

আপনাকে মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে একমিনিট সময়েও অধিক মুল্যবান।আর এফ-২২ রাপ্টরের আরেকটা কমন সমস্যা হচ্ছে এটি যদি কোন এক্সিডেন্ট বা পার্টস ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটিকে লকহিড মার্টিনের কাছে পাঠিয়ে দিতে হয়।

কেননা ইউএস এয়ারফোর্সও এটির অভ্যান্তরে মেইনটেইন্স করতে অক্ষম।



নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR


Powered by Blogger.