উত্তর কোরিয়ার সাবমেরিন যখন দক্ষিণ কোরিয়ার জেলের জালে আটকা পড়ে

ছবিতে উত্তর কোরিয়ার সাবমেরিনের মধ্যে কিম-জং উন
ছবিতে উত্তর কোরিয়ার সাবমেরিনের মধ্যে কিম-জং উন

২২শে জুন ১৯৯৮ সাল। প্রতিদিনের মতো দক্ষিণ কোরিয়ার একটি জেলের দল উপকূলের কাছে মাছ ধরছিল। এমন সময় তাদের জালে বিশাল কিছু একটা আটকা পরে। জাহাজের ক্যাপ্টেন কিম ইন-উন ভাবল এটি বিশাল কোনো মাছ। কিন্তু পরবর্তীতে বুঝল এটি কোন মাছ নয়। এটি একটি সাবমেরিন!


তৎক্ষনাৎ জাহাজের ক্যাপ্টেন কিম উপকূলে জেলে অফিসে বিষয়টি জানায় এবং শীগ্রই দক্ষিণ কোরিয়া নেভির একটি এন্টি-সাবমেরিন হেলিকপ্টার এসে সাবমেরিনটিকে শনাক্ত করে। ততক্ষণে সাবমেরিনটি জাল থেকে মুক্ত হয়ে সাগরের উত্তরের দিকে যাত্রা শুরু করেছিল। দক্ষিণ কোরিয়ার নেভি টিম এটিকে আটক করে এবং সাবমেরিন ক্রুদের সাথে আলোচনা করার জন্য আলাদা টিম গঠন করে। কিন্তু, ভেসে থাকা সাবমেরিন হঠাৎ ডুবে যায়। নেভি টিম সেটিকে আবার উদ্ধার করে এবং তারপর সাবমেরিনের মুখ খুলে দেয়।

সাবমেরিনের মুখ খোলার পর দেখা গেল ভিতরে প্রায় দেড় ফুট উচ্চতার পানি। যার জন্য সেটি ডুবে গিয়েছিল। এছাড়া সাবমেরিনটিতে ৫ জন সাবমেরিনার ক্রু এবং উত্তর কোরিয়ার এলিট স্পেশাল ফোর্সের ৪ জন সদস্য ছিল যারা সকলেই মৃত। তারা সকলেই একে অপরকে গুলি করে আত্মহত্যা করেছিল। মূলত শত্রুর হাতে ধরা পরা এবং অভিযানের গোপনীয়তা রক্ষার জন্য তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল।

উল্লেখ্য যে, সাবমেরিনটি ছিল উত্তর কোরিয়ার ইয়োগো ক্লাস মিনি সাবমেরিন। এগুলো ১৬-২২ মিটার লম্বা এবং ৭০ থেকে ১১০ টন ওজনের হয়ে থাকে। এই সাবমেরিন মূলত শত্রু দেশে অনুপ্রবেশ বা গুপ্তচরবৃত্তির জন্য ৫-৭ জন স্পেশাল ফোর্স পাঠাতে ব্যবহার করা হয়।



নিয়মিত রোমাঞ্চকর সামরিক বিষয়ক পোষ্ট পেতে লাইক দিন আমাদের ফেইসবুক ফ‌্যান পেইজে- Click here

সাবস্ক্রাইব করুন আমাদের  ইউটিউব চ‌্যানেল Shohan MonsteR
Powered by Blogger.