রমজান কাদিরভকে রাশিয়ার তৃতীয় সর্বোচ্চ সামরিক পদমর্যাদায় ভুষিত করেছে পুতিন
চেচেন নেতা রমজান কাদিরভকে রাশিয়ার তৃতীয় সর্বোচ্চ সামরিক পদমর্যাদা 'কর্ণেল জেনারেল' পদে ভুষিত করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার কাদিরভ নিজের মুখে এই তথ্য জানান। তার তথ্য অনুসারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে তাকে এই পদোন্নতির কথা জানান। কাদিরভ এটিকে 'বিশাল সম্মান' হিসেবে আখ্যায়িত করেছেন।
রমজান কাদিরভ রাশিয়ার নিয়মিত সামরিক বাহিনীর কোনো কর্মকর্তা না হলেও এই যুদ্ধের চেচেন অঞ্চলের এই নেতার এই স্পেশাল মিলিটারি অপারেশনের পেছনে অবদান অনেক৷ রাশিয়ার সৈন্যদের পাশাপাশি চেচেন সৈন্যরাও পুরো দমে যুদ্ধ করছে। কাদিরভ এই সম্মান রক্ষার্থে 'স্পেশাল মিলিটারি অপারেশন দ্রুত সফল করতে সব ধরনের চেষ্টা' করবে বলে ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই রমজান কাদিরভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বল্প মাত্রার ট্যাকটিকাল নিউক ওয়েপন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। একই সাথে তিনি তার ১৪, ১৫ ও ১৬ বছর বয়ষ্ক তিন ছেলেকেও সরাসরি যুদ্ধে পাঠিয়েছেন। সব মিলিয়ে কাদিরভকে এই পদমর্যাদা দেওয়া পুতিনের পেছনে না ফেরার সংকল্পকেই নির্দেশ করে।